India Vs Australia World Cup : দিঘার রং নীলে নীল! রোহিতদের জয়ের আশায় বিশেষ আয়োজন সৈকত শহরে – ind vs australia cricket match special puja organised near digha sea beach


একদিনের ক্রিকেট বিশ্বকাপ ঘিরে টগবগ করে ফুটছে গোটা দেশ। অহমেদাবাদের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। শুরুটা ভালো হলেও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বেগ পেত হচ্ছে ভারতকে। আর এরমধ্যে দিঘায় ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার আশায় হোম যজ্ঞ।

গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে ভারতের আমেদাবাদ স্টেডিয়ামের দিকে। ২০১১ সালের পর আবার বিশ্বকাপ জেতার আশায় স্বপ্নে বুক বেঁধেছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট টিম যাতে এবার বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারে, তার জন্য বিভিন্ন মহল থেকে আসছে শুভকামনা। বিভিন্ন জায়গায় জায়েন্ট স্কিনের ব্যবস্থা করে খেলা দেখার আয়োজন করা হয়েছে। কোথাও যজ্ঞের মাধ্যমে, আবার কোথাও পুজো করে ভারতের জেতার আশায় অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

দিঘাতে বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাস

ক্রিকেট বিশ্বকাপ নিয়ে দিঘাতেও ধরা পড়ল একই উন্মাদনার ছবি। রবিবার ঘেরসাই ক্রিকেট একাডেমির তরফ থেকে হোম যজ্ঞ করা হয়। ২০০৩ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে কার্যত ধসে গিয়েছিল ভারতের ইনিংস। ২০ বছর ফের বদলা নেওয়ার সুযোগ এসেছে ভারতের হাতে। ২০ বছর আগের ঘা ভারতের কাছে এখনও দগদগে।

ক্রিকেট সমর্থক অজিত মাইতি বলেন, ‘২০১১-র পর ফের আমাদের কাছে কাপ জয়ের হাতছানি। একইসঙ্গে ২০ বছর আগের বদলা নেওয়ার সুযোগ আমাদের হাতে এসেছে। এই সুযোগ হাতছাড়া করার কোনও মানেই হয় না। এবার একটা ম্যাচেও ভারতকে কেউ হারাতে পারেনি। অস্ট্রেলিয়াও আমাদের দলকে হারাতে পারবে না। এবার বিশ্বকাপ ভারতের ঘরেই আসবে।’

Mukul Roy : ভারত-অস্ট্রেলিয়া মহারণ নিয়ে ‘অন্ধকারে’ ক্রিকেটপ্রেমী ‘চাণক্য’, মন খারাপ ছেলে শুভ্রাংশুরও
কৌশিক গুছাইত নামে আরও এক সমর্থক বলেন, ‘এবাবের বিশ্বকাপে ভারতের সামনে কোনও দল টিকে থাকতে পারেনি। অস্ট্রেলিয়া আগে একবার হেরেছে। আজ আবার হারবে। ওদের জেতার কোনও সম্ভাবনাই নেই। আমরাই জিতব। ভারতীয়ই দিনের শেষে বিজয়ী হবে।’

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা

ক্রিকেট জ্বরে কাবু গোটা দেশ। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কালো মাথার ঢল। যেদিকে চোখ যায়, সেদিকেই নীল জার্সি গায়ে ভারতের সমর্থকরা। শুরুটা ভালো হলেও অস্ট্রেলিয়ার সামনে বিরাট লক্ষ্যমাত্রা স্থির করে পারেনি ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রান করেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। কাপ ঘরে তুলতে অস্ট্রেলিয়াকে করতে হবে ২৪১। প্যাট কামিন্সের দল এই রান করতে পারে কি না, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *