পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালত অবমাননার দায়ে বিদ্ধ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আদালতের রুল জারি করার পর আদালত অবমাননার মামলায় প্রধান বিচারপতির এজলাসে হাজিরা দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
গত ১৩ অক্টোবর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলার ভিত্তিতে আদালত অবমাননার রুল জারি করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার আদালতে সশরীরে হাজিরা দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এরপরই এদিন মামলার শুনানিতে আদালত জানায়, অভিযোগের উত্তর দেওয়ার জন্য আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন রাজীব সিনহা। হলফনামার মাধ্যমে দিতে হবে উত্তর বলে জানিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। দরকার পড়লে তাঁকে ফের ডেকে পাঠাতে পারে আদালত তাও জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে।
গত ১৩ অক্টোবর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলার ভিত্তিতে আদালত অবমাননার রুল জারি করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার আদালতে সশরীরে হাজিরা দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এরপরই এদিন মামলার শুনানিতে আদালত জানায়, অভিযোগের উত্তর দেওয়ার জন্য আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন রাজীব সিনহা। হলফনামার মাধ্যমে দিতে হবে উত্তর বলে জানিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। দরকার পড়লে তাঁকে ফের ডেকে পাঠাতে পারে আদালত তাও জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে।
রাজীব সিনহার জবাব জমা পড়লে ৫ জানুয়ারির মধ্যে পালটা হলফনামা দিতে পারবেন অন্যান্য সব পক্ষ। ৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
আদালত প্রয়োজন মনে করলে আবারও ডেকে পাঠানো হতে পারে রাজীব সিনহাকে। প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনম ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…