কলকাতা পোস্ট ট্রাস্টের এক কর্মী অনলাইন ট্রেডিং করতে গিয়ে ২৭ লাখ টাকা খুইয়েও ফের ফিরে পেলেন সাইবার বিভাগের সৌজন্যে। অনলাইন শেয়ার ট্রেডিং করার সময় একটি অজানা অ্যাপ ডাউলনোড করার পরই এই বিপত্তি ঘটে। মেয়ের হার্টের সার্জারির জন্য তাঁর টাকার খুব দরকার ছিল এই টাকা ফিরে পেয়ে ওই ব্যক্তি খুব খুশি হয়েছেন।
Source link
![শেয়ার ট্রেডিং-এর ফাঁদ, ২৭ লাখ খুইয়েও ফিরে পেলেন বাবা! শেয়ার ট্রেডিং-এর ফাঁদ, ২৭ লাখ খুইয়েও ফিরে পেলেন বাবা!](https://static.langimg.com/photo/imgsize-34464,msid-105466878/eisamay.jpg)