মমতা বন্দ্যোপাধ্যায়ের শহিদ সমাবেশের স্থানেই এবার সভা করবে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও হাজির থাকবেন সেই স্থানে। সিঙ্গল বেঞ্চ সভা করতে অনুমতি দিয়েছিল বিজেপিকে। সেই অনুমতিকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলায় মুখ পুড়ল রাজ্যের। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল থাকায়. সভা করতে আর কোনও বাধা নেই বিজেপির।
Source link
![মমতার পছন্দের জায়গাতেই শাহের সভা, বিজেপিকে অনুমতি ডিভিশন বেঞ্চের মমতার পছন্দের জায়গাতেই শাহের সভা, বিজেপিকে অনুমতি ডিভিশন বেঞ্চের](https://static.langimg.com/photo/imgsize-973938,msid-105466741/eisamay.jpg)