West Bengal Hotels : বাংলাদেশিদের নিয়ে কঠোর অবস্থান! দার্জিলিঙের পর বন্ধ আর কোন জেলার হোটেল? – raiganj area several hotel owner says they will not allow any bangaldeshi citizen


দার্জিলিঙের পর এবারে রায়গঞ্জ। ক্রিকেট বিশ্বকাপে ফাইনাল ম্যাচে ভারতের পরাজয়ের পর সামাজিক মাধ্যমে ‘কু-কথা’। বাংলাদেশি নাগরিকদের ভারত বিদ্বেষী মন্তব্য ও আচরণের প্রতিবাদে তাঁদে জন্য বন্ধ হল একাধিক হোটেল। শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের একাধিক বড় হোটেলের তরফে এমনটাই জানানো হয়েছে।

হোটেল মালিক তথা হোটেল ব্যবসায়ীদের বক্তব্য, বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যে খেলা হয়। তাতে ভারত পরাজিত হয়। তারপরই বিভিন্ন মাধ্যমে বাংলাদেশি সমর্থকেরা যে ভাবে ভারত বিরোধী মন্তব্য এবং আচরণ করে চলেছে তা অত্যন্ত কষ্টদায়ক। হোটেল মালিকরা আরও জানিয়েছেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল। সেখানে এমন আচরণ প্রত্যাশিত নয়। তারই প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মালিকদের। তাঁদের আরও দাবী, যতদিন পর্যন্ত বাংলাদেশের ওই নাগরিকরা ক্ষমা না চাইবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের হোটেলে কোনও ঘর দেওয়া হবে না। তাতে তাদের ব্যবসায় ক্ষতি হয় হোক।

রায়গঞ্জবাসীদের অনেক হোটেল মালিকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, বাংলাদেশের স্বাধীনতার পিছনেও সবচেয়ে বড় অবদান ভারতের রয়েছে। তা সত্ত্বেও সেদেশের নাগরিকদের একাংশের এ হেন আচরণে অনুচিত। বাংলাদেশিদের একাংশের এই আচরণে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।

Darjeeling Hotels: বিশ্বকাপে ভারতের হারে উচ্ছ্বাস! দার্জিলিঙের হোটেলে বাংলাদেশি পর্যটকদের বুকিং বন্ধের সিদ্ধান্ত
রায়গঞ্জ শহরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী অরিন্দম সিংহ রায় বলেন, ‘সবার আগে দেশ। তাই বাংলাদেশf সমর্থকদের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। আমার দুটো হোটেলে অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশীf নাগরিকদের কোনও ঘর দেওয়া হবে না। তাতে ব্যবসায় ক্ষতি হলেও কোনও সমস্যা নেই।’

এই প্রতিবাদের সমর্থনে দাঁড়িয়েছে রায়গঞ্জের ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ। রায়গঞ্জ শহরের বিশিষ্ট ক্রীড়াপ্রেমী অরিজিৎ ঘোষ বলেন, ‘বাংলাদেশি নাগরকিদের এই ধরনের আচরণের প্রতিবাদ হওয়া প্রয়োজন। সমর্থকেরা কুরুচিপূর্ণভাবে ভারতকে আক্রমণ করেছে তা অত্যন্ত নিন্দনীয়। তা মেনে নেওয়া যায় না।’

অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে সম্প্রতি বাংলাদেশি নাগরিক প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। হোটেলের ফেসবুক পেজ থেকে পোস্ট করে এই কথা জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা বাংলাদেশকে বয়কট করার ডাক দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *