SBSTC Bus : দুর্গাপুর-আসানসোল থেকে এক বাসেই শিলিগুড়ি, ভাড়া ‘অল্প’! কী ভাবে বুকিং জানুন – sbstc start bus service from asansol to siliguri know route fare timing


শিল্পাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা যাতে আরও উন্নত হয় সেই কারণে দীর্ঘদিন ধরেই প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। শিল্পাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ রক্ষা করতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আসানসোল ডিপোর উদ্য়োগে ফের চালু হল আসানসোল-শিলিগুড়ি বাস পরিষেবা।

কোন পথে যাবে এই বাস?
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোন কোন এলাকাকে সংযুক্ত করতে চলেছে এই পরিষেবা? এই বাসটি রানিগঞ্জ পাঞ্জাবি মোড় থেকে দুর্গাপুর সিটি সেন্টার, ইলামবাজার, সিউড়ি , রামপুরহাট, নলহাটি , ওমরপুর , ফরাক্কা, মালদা, রায়গঞ্জ, ইসলামপুর হয়ে যাবে। অর্থাৎ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এই বাস পরিষেবার ফলে উপকৃত হতে চলেছেন।

কোন সময় ছাড়বে বাসটি?

এই বাসটি আসানসোল থেকে ছাড়বে বিকেল ৩টে ৫০ মিনিটে এবং দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়বে ৫টা ১৫ মিনিটে। অন্যদিকে, শিলিগুড়ি থেকে বাসটি ছাড়বে বিকেল ৪টের সময়।

নির্ধারিত সম্ভাব্য ভাড়া
এই রুটে নির্ধারিত সম্ভাব্য ভাড়া কত? তা জানতে অনেকেই কৌতুহলী। এক্ষেত্রে বিভিন্ন অংশের জন্য ভাড়া স্বাভাবিকভাবেই আলাদা আলাদা।
আসানসোল থেকে শিলিগুড়ি পর্যন্ত ভাড়া ৪৩২ টাকা, আসানসোল থেকে ইসলামপুর পর্যন্ত ভাড়া ৩৭৫ টাকা, আসানসোল থেকে রায়গঞ্জ পর্যন্ত ভাড়া ২৯৬ টাকা, আসানসোল থেকে মালদা পর্যন্ত ভাড়া ২৩৯ টাকা, দুর্গাপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত ভাড়া ৪০২ টাকা, দুর্গাপুর থেকে ইসলামপুর পর্যন্ত ভাড়া ৩৪৫ টাকা, দুর্গাপুর থেকে রায়গঞ্জ পর্যন্ত ভাড়া ২৬৭ টাকা, দুর্গাপুর থেকে মালদা পর্যন্ত ভাড়া ২১০ টাকা, সিউড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ভাড়া ৩৩৪ টাকা, রামপুরহাট থেকে শিলিগুড়ি পর্যন্ত ভাড়া ২৯৮ টাকা।

যাত্রী সুবিধার জন্য কী কী ব্যবস্থা থাকে?
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যাত্রী সুবিধার জন্য এই রুটে কী কী ব্যবস্থা থাকছে? এক্ষেত্রে যাত্রীদের জন্য থাকবে পাখার ব্যবস্থা। স্মার্ট ফোন ছাড়া মানুষের জীবনযাত্রা অনেকটাই ব্যহত হতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে।

কীভাবে করবেন বুকিং?

এই বাসের সময় থেকে শুরু করে ভাড়া সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য যোগাযোগ করা যেতে পারে 76999 93919 (আসানসোল ডিপো), 8328730456 (আসানসোল বাসস্ট্যান্ড), 76999 93948 (দুর্গাপুর সিটি বাস টার্মিনাস)। এই বাস পরিষেবা চালু হলে বহু মানুষ উপকৃত হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *