Medinipur News: খিচুড়িতে টিকটিকি, হাসপাতালে ভর্তি ৩০! আতঙ্ক – paschim medinipur 30 peoples are hospitalised after consuming icds centre food


এই সময়, মেদিনীপুর: আইসিডিএস কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি! সেই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ ব্লকের লোড়পুর এলাকায় এই ঘটনায় তদন্ত শুরু করেছেন বিডিও, পুলিশ আধিকারিক।

বৃহস্পতিবার চন্দ্রকোনার লোড়পুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হয়েছিল খিচুড়ি। সেই খিচুড়ি টিফিনবাক্সে বাড়িতে নিয়ে যায় মা ও শিশুরা। খাওয়ার সময়ে এক অভিভাবক দেখেন, খিচুড়ির মধ্যে পড়ে রয়েছে একটি টিকটিকি। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কে অনেকে বমি করতে শুরু করে। অসুস্থদের দ্রুত নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে।

Medinipur Medical College: হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ, মন্ত্রীর পায়ে ধরে মেয়ের প্রাণভিক্ষা বাবার
খবর পেয়ে হাসপাতালে পৌঁছন চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস, রামজীবনপুর ও ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির দুই আইসি। তাঁরা অসুস্থদের সঙ্গে কথা বলেন। চন্দ্রকোনা-১ ব্লকের বিডিও বলেন, ‘সকলে ভালো আছেন। চিকিৎসকদের অবজারভেশনে রাখা হয়েছে।’ যদিও ওই আইসিডিএস কেন্দ্রের সহায়িকা পূর্ণিমা মণ্ডল বলেন, ‘খাবার দেওয়ার সময়ে আমাদের কিছু চোখে পড়েনি। বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিছু পড়েছে কিনা বলতে পারব না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *