Digha Hotel : বড়দিনের আগেই পর্যটকদের নিরাপত্তার বিশেষ অ্যাপ দিঘায় – digha police special app for safety of tourists before christmas


এই সময়, দিঘা: পর্যটকদের নিরাপত্তায় দিঘা-সহ ৪টি পর্যটন কেন্দ্রে বিশেষ অ্যাপ চালুর উদ্যোগ নিল জেলা পুলিশ। আজ শনিবার থেকে নতুন অ্যাপ চালুর বিষয়ে দিঘার হোটেল মালিকদের নিয়ে আলোচনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে পুলিশ-প্রশাসন। ধাপে ধাপে মন্দারমণি, তাজপুর ও শঙ্করপুরের হোটেল মালিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কিছু দিন ধরে দিঘা-সহ উপকূলের ৪টি পর্যটন কেন্দ্রে অপরাধের ঘটনা বেড়ে চলছে। সেই কারণে বড়দিনের আগেই পর্যটকদের নিরাপত্তায় আরও সতর্ক হতে চাইছে জেলা পুলিশ। পূর্ব মেদিনীপুরের ডিএসপি ( ডিএন্ডটি) রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘উপকূলের চার পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে নতুন একটি অ্যাপ চালু করা হচ্ছে। ওই অ্যাপের মাধ্যমে হোটেলে আসা পর্যটকদের সমস্ত তথ্য পুলিশকে জানিয়ে দেবেন হোটেল কর্তৃপক্ষ। ফলে পর্যটকদের নিরাপত্তার জন্য নজরদারি রাখা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘বিশেষ বিশেষ দিনে অন্য জায়গা থেকে বেশি পুলিশফোর্স আনা হবে। সমুদ্রস্নানের সময়ে দুর্ঘটনা এড়াতে সৈকতে পুলিশ, নুলিয়াদের নজরদারি আরও বাড়ানো হবে।’ তবে শুধু পুলিশি নজরদারি, বিশেষ অ্যাপ চালু নয়, দিঘার সৈকতে পর্যটকরা যাতে স্বাভাবিক ভাবে ঘুরে বেড়াতে পারে তার জন্য দিঘাকে হকারমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

বৃহস্পতিবার দিঘায় অনুষ্ঠিত পর্ষদের বৈঠকে বড়দিনের আগে দিঘার সৈকতে থাকা হকারদের উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা বলেন, ‘আমরা ভাঙাভাঙি চাই না। বড়দিনের আগে অবৈধ হকারদের নিজেদের থেকে সরে যেতে বলা হয়েছে। মাইকে প্রচার শুরু হয়েছে। যারা স্টলের জন্যে আবেদন করে এখনও স্টল পাননি তাদের জন্য পরিচয়পত্র চালু করা হচ্ছে। যাদের ওই কার্ড থাকবে তারাই ব্যবসা করতে পারবে।’

Digha Beach : বড়দিনে বদলে যাবে দিঘা বিচ! সৈকত সরণি থেকে ‘অবৈধ’-দের সরাতে পদক্ষেপ
অবৈধ নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সৈকত এলাকায় অবৈধ নির্মাণ চিহ্নিত করে সেই দোকান বা হোটেল মালিককে প্রয়োজনীয় কাগজপত্র পর্ষদে জমা দিতে বলা হয়েছে। যারা বৈধ কাগজপত্র জমা দিতে পারবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *