এ পর্যন্ত মরসুমের শীতলতম দিন আজ কলকাতায়। রবিবার ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা। পরিষ্কার আকাশ রাজ্যে। জেলায় জেলায় শীতের স্পেল। আগামী সপ্তাহে আরো নামবে পারদ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। ২২ ডিসেম্বর পর্যন্ত শীতের এই স্পেল। সোমবার থেকে শুরু হতে চলা সপ্তাহে আরও সামান্য পারদ পতন হতে পারে।
Source link