‘আদালত হস্তক্ষেপ করবে না’, পার্শ্বশিক্ষক নিয়োগে আইনি জটল কাটল… Calcutta High Court verdict in case related to Para teacher recruitment


অর্ণবাংশু নিয়োগী: রাজ্যে পার্শ্বশিক্ষক নিয়োগে আইনি জট কাটল অবশেষে। রাজ্য সরকারের সিদ্ধান্তকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশ, উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে নিয়োগে ১০ শতাংশ সংরক্ষিত থাকবে শুধুমাত্র পার্শ্বশিক্ষকদের জন্য। শুধু তাই নয়, পার্শ্বশিক্ষক  নিয়োগে স্থগিতাদেশও প্রত্যাহার করে নিয়েছেন তিনি। 

আরও পড়ুন:  Mamata Banerjee: ‘সব জায়গায় বিজেপির কালার করতে হবে!’, দিল্লি যাওয়ার আগে কেন্দ্রকে তোপ মমতার

বাম আমলে রাজ্য প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে পার্শ্বশিক্ষকের সংখ্য়া ছিল ৫০ হাজারেও বেশি। কিন্তু এখন অনেকেই অবসর নিয়েছেন। কেউ কেউ আবার অন্যত্র চাকরিও পেয়ে গিয়েছেন। তৃণমূল জমানায় উচ্চ প্রাথমিক নিয়োগে ক্ষেত্রের ১০ শতাংশ আসন পার্শ্বশিক্ষকদের জন্য় সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার। জারি করা হয় বিজ্ঞপ্তিও। কবে? ২০১৬ সালে।

এদিকে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় হাইকোর্টে। সময় লাগল ৭ বছর। মামলায় এবার রায় ঘোষণা করলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। রায়ে তিনি জানিয়েছেন, ‘পার্শ্বশিক্ষকের জন্য় সংরক্ষণ রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্ত। আদালত হস্তক্ষেপ করবে না’। খারিজ হয়ে গেল ২০১৭ সাল থেকে স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, সম্প্রসারিকা, মুখ্য় সহায়ক ও সহায়িকাদের দায়ের করা মামলাগুলিও।

আরও পড়ুন:  Bengal Weather: উত্তুরে হাওয়ায় পারদপতন বঙ্গে, আরও জাঁকিয়ে শীতের পূর্বাভাস কবে থেকে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *