Mamata Banerjee : রাজ্যে বাম-কংগ্রেসের সঙ্গে জোট ‘অবশ্যই সম্ভব’, মমতার মুখে ‘হাত বাড়ালেই বন্ধু’ – mamata banerjee claims that cpim, tmc and congress alliance is possible at west bengal before loksabha election 2024


কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সকল বিরোধী দলকে এক ছাতার তলায় আনতে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। কেন্দ্রের জোট চিত্রের সঙ্গে যদিও কোনও মিল নেই বঙ্গের। ইন্ডিয়া জোটে সিপিএম, জাতীয় কংগ্রেস এবং তৃণমূল একাসনে বসলেও বঙ্গে তৃণমূলের চক্ষুশূল বাম-কং শিবির। তবে, রাজ্যেও আগামী লোকসভা নির্বাচনের আগে ত্রি শক্তির একত্রে পথচলা সম্ভব, এমনটাই দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কী বললেন মমতা?

দিল্লিতে সোমবার দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই মমতা বলেন, ‘বাংলায় সিপিএম, কংগ্রেস ও তৃণমূল মিলে ত্রিশক্তির জোট অবশ্যই সম্ভব।’ লোকসভা নির্বাচনের আগে তাঁর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় স্তরে বিজেপির বিরুদ্ধে এক সুরে সুর মেলালেও বঙ্গে সেই লক্ষণ বিন্দুমাত্র দেখা যায়নি। রাজ্যের সরকারে আসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদগার করাটা রোজনামচা সিপিএম এবং কংগ্রেসের কাছে। রাজ্যে ‘তৃণমূল’ এবং ‘বিজেপি’ তাঁদের কাছে সমান ‘শত্রু’ বলে একাধিকবার বলতে শোনা গিয়েছে রাজ্য সিপিএম নেতৃত্বকে। আগামী দিনেও বামেরা এই পথে হাঁটবে বলেও মন্তব্য করেন সিপিএমের শীর্ষ নেতৃত্ব।

কী বলেছিল সিপিএম?

উল্লেখ্য, গত নভেম্ভর মাসেই হাওড়ায় বামেদের সম্মেলনে হাজির ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সেবারেও সীতারাম জানিয়ে দিয়ে যান, কেন্দ্রে ইন্ডিয়া জোট থাকলেও রাজ্যভিত্তিক আসন সমঝোতার নীতি মেনে চলবে তাঁরা। সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রেও তৃণমূলের সঙ্গে তাঁদের কোনও মিতালি হবে না বলেই জানিয়ে দিয়ে যান তিনি।

কী বলেছিল কংগ্রেস?

অন্যদিকে, কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও তৃণমূলের সঙ্গে ‘দূর কা রিস্তা’র বার্তা দিয়েছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘সিপিএম, আইএসএফ কী করবে জানি না? তবে, আর যাই হোক তৃণমূলের সঙ্গে কোন সমঝোতায় আমরা নেই।’ ফলত, কংগ্রেস এবং সিপিএম উভয়েই যখন মুখ ঘুরিয়ে বসে আছেন, তার মাঝে তৃণমূল সুপ্রিমো এই বার্তা কেন দিলেন, তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।

Adani Group : ‘রিভিউ করা হবে…’, তাজপুরে আদানিদের বন্দর নিয়ে মুখ খুললেন মমতা
তৃণমূলের এক রাজ্য স্তরের নেতার কথায়, বিজেপির সঙ্গে লড়তে গেলে আমাদের একজোট হয়ে লড়তে হবে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা যদি এককাট্টা হয়, তাতে ক্ষতি কী? এখন কেউ যদি নিজে থেকে এগিয়ে আসতে না চান, এটা তাদের সমস্যা। তবে তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের পর লোকসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির চিত্রটা কিছুটা পাল্টাবে, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *