Howrah News : ভয়াবহ অগ্নিকাণ্ডে হাওড়ায় ভস্মীভূত ১০০ ঝুপড়ি, সাহায্যের আশ্বাস দমকল মন্ত্রীর – howrah ichapur slum area burnt for a massive fire incident


হাওড়া জেলায় ইছাপুর দক্ষিণ পাড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই বস্তির প্রায় ১০০টি বাড়ি। ঘটনাস্থলে এখনও পর্যন্ত দমকলের ১০টি ইঞ্জিন গিয়েছে বলে জানা গিয়েছে। হাজির হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। শীতের রাতে বস্তির বাসিন্দাদের খোলা আকাশের নিচে থাকতে হবে বলে আশঙ্কা করছেন অনেকেই। তাঁদের বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে।

কী ঘটনা ঘটেছে?

হাওড়ার ড্রেনজ ক্যানেল রোডে ইছাপুর দক্ষিণ পাড়া এলাকায় বস্তিতে আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ডে বস্তির প্রায় কয়েকশো ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। ভিতরে থাকা রান্নার বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ফাটতে থাকলে আতঙ্ক ছড়ায়। বস্তির মানুষজন বাইরে বেরিয়ে আসেন। আগুন নেভানোর চেষ্টা করলেও লাভ হয়নি। সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। দ্রুত দমকলে খবর দেওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা

খবর পেয়ে আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল আধিকারিকরা জানান, হাওড়া ও কলকাতা থেকে দশটি ইঞ্জিন আসে। খুব দ্রুত আগুন নেভানো গেলেও বস্তির একটা বড় অংশ পুড়ে গিয়েছে। স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগায়। ড্রেনেজ ক্যানেল রোডের একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়। প্রাথমিক অনুমান রান্না করতে গিয়ে আগুন লাগে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বস্তিবাসীদের আপাতত একটি কলেজে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Kolkata Fire Incident : মধ্য কলকাতায় বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ল্যাডারে করে উদ্ধার বাসিন্দাদের
কী বললেন মন্ত্রী?

দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, জেলাশাসককে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে কথা বলে নতুন ঘর বানিয়ে দিতে। বস্তি সংলগ্ন একটি অভিজাত আবাসন রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়তে দেয়নি দমকল কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে একাধিক বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত বস্তির বাসিন্দাদের। এক বাসিন্দা জানান, আমি ছেলে মেয়েকে নিয়ে কোনওরকমে বাইরে বেরিয়ে এসেছি। দাউ দাউ করে আগুনের মধ্যে বাড়ি পুড়ে ছাই গেল। কিছু বাঁচাতে পড়ল না। এখন কোথায় যাব, কিছু বুঝতে পারছি না। সরকারের কাছে আবেদন থাকবে আমাদের যাতে কিছু সাহায্য করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *