লোকসভা নির্বাচন ২০২৪,বিক্কি খুনে গ্রেফতার অর্জুনের ভাইপো – barrackpore police arrest arjun singh nephew


এই সময়, জগদ্দল: জগদ্দলে সক্রিয় তৃণমূল কর্মী বিক্কি যাদব খুনে গ্রেফতার করা হলো ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু ওরফে সঞ্জিত সিংকে। গত মাসে বিক্কি খুনের পর পাপ্পুর জড়িত থাকার অভিযোগ তুলে গত কয়েকদিনে একাধিকবার সোচ্চার হয়েছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। বৃহস্পতিবার ব্যারাকপুরে ডিডি অফিসে ডেকে জিজ্ঞাসাবাদের পর পাপ্পুকে গ্রেফতার করল ব্যারাকপুরের গোয়েন্দা পুলিশ। শুক্রবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।

লোকসভা নির্বাচনের আগে ভাইপো পাপ্পু গ্রেফতার হওয়ায় সাংসদ অর্জুন যে তীব্র অস্বস্তিতে পড়েছেন, তা গোপন নয়। বিধায়ক সোমনাথ শ্যামের নাম না করে এ দিন অর্জুন বলেন, ‘একজন গত কুড়ি দিন ধরে বিক্কি খুনে পাপ্পুর নাম বলছে! অথচ তার সঙ্গে মূল অভিযুক্তর জন্মদিনের কেক কাটার ছবি রয়েছে। ব্যারাকপুরে একটি স্পোর্টসের অনুষ্ঠানে বসে পুরোটা প্ল্যান করে করা হয়েছে। ঘটনার পিছনে গভীর চক্রান্ত হয়েছে। আমাকে হেয় করার চেষ্টা হচ্ছে।’

যদিও সাংসদের প্রশ্নের পাল্টা উত্তর দিয়ে বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ‘পুলিশের সঙ্গে তো সাংসদের কোনও শত্রুতা নেই। পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। পুলিশ কেন অকারণে কাউকে গ্রেফতার করতে যাবে?’ একধাপ এগিয়ে বিধায়ক বলেন, ‘পাপ্পু তো বলতো কাকার কথা ছাড়া সে একচুলও নড়ে না!’ সেই প্রসঙ্গেই সোমনাথ প্রশ্ন তুলেছেন, তবে কি ওই ঘটনায় সাংসদেরও যোগ রয়েছে?

ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, ‘বিক্কি খুনে পাপ্পুর যোগ পাওয়া গিয়েছে। সে জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’ উল্লেখ্য কয়েকদিন আগে পুলিশ কমিশনার জানিয়েছিলেন, বিক্কি খুনে যারা সহযোগিতা করেছে তাদের কাউকেই ছাড়া হবে না।

গত ২১ নভেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন জগদ্দল পুরানি তালাও এলাকার বাসিন্দা বিক্কি। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে মূল অভিযুক্ত পঙ্কজ সিং-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ব্যারাকপুর গোয়েন্দা অফিসে সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু ওরফে সঞ্জিত সিংকে ডেকে পাঠায় পুলিশ।

সূত্রের খবর, ঘটনায় ধৃতদের দু’জনকেও এ দিন তাঁর মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদ শেষে পাপ্পুকে পুলিশ গ্রেফতার করে। যদিও পাপ্পুর আইনজীবী রাকেশ সিং বলেন, ‘গত বছর জগদ্দলে রাজ পাণ্ডের উপর গুলি চালানোর ঘটনায় পুলিশ বুধবার পাপ্পুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে রুম থেকে বেরোতেই বিক্কি যাদবের খুনের মামলার তদন্তকারী অফিসার পাপ্পুকে গ্রেফতার করেন।’

পাপ্পুকে গ্রেফতার করার পর ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান শ্রীহরি পাণ্ডের সঙ্গে বচসায় জড়ান পাপ্পুর আইনজীবী রাকেশ। ক্ষোভ প্রকাশ করেন পাপ্পুর অনুগামীরাও। যদিও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়।

বিক্কি খুনের পর জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেছিলেন, দুষ্কৃতীদের মেঘনা জুটমিল লাইন থেকেই বেরোতে দেখা গিয়েছিল। এবং তাতে মদত ছিল পাপ্পুর। গত কয়েক মাসে ধর্মেন্দ্র সিং ওরফে ধারুয়াকে গুলি চালানোর ঘটনায় মজদুর ভবনে ডেকে আততায়ীদের আড়াই লক্ষ টাকা দেওয়া, গৌরব প্রসাদ নামে এক তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনাতেও আততায়ীদের টাকা দেওয়ার জন্য মজদুর ভবনে পাপ্পু আসতে বলেছিলেন বলে অভিযোগ তুলেছিলেন বিধায়ক।

দু’দিন আগে বিক্কি খুনে মূল ষড়যন্ত্রীদের গ্রেফতারের দাবি তুলে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসের সামনে সোমনাথ অনুগামী একাধিক কাউন্সিলার, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যরা জড়ো হয়ে গলায় ফেস্টুন ঝুলিয়ে মৌন বিক্ষোভ দেখান। শাসক দলের অন্দরে নতুন এই সমীকরণে পাপ্পুর গ্রেফতারির পর জগদ্দল, ভাটপাড়া অঞ্চলে নতুন করে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *