West Bengal Trending News: অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে প্রেমিকের সঙ্গে ধাঁ, বাবা বাধা দিলে গাড়িচাপা ‘পাগল প্রেমিকের’ – birbhum woman tries to elope with boyfriend while her father was hit by the car


গ্রামের যুবকের সঙ্গে প্রেম করতেন মেয়ে। তা মেনে নিতে পারেননি বাবা-মা। তাই মেয়ের বিয়ে দিয়েছিলেন অন্যত্র। এদিকে মেয়ে ও তাঁর প্রেমিকও নাছোড়বান্দা! অষ্টমঙ্গলায় বিবাহিতা প্রেমিকা বাড়িতে আসতেই তাঁকে নিয়ে পালানোর ছক কষে যুবক। সেই মতো প্রেমিকের গাড়িতে চড়ে বসেন প্রেমিকা। কিন্তু, পালানোর সময় বাধা দেন ওই তরুণীর বাবা। অভিযোগ, সেই বাধার তোয়াক্কা না করে তাঁর উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন ওই প্রেমিকা। পাশে বসা মেয়ে টুঁ শব্দও করেননি। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নানুরে।

বীরভূমের নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত যোজ্ঞনগর গ্রামের বাসিন্দা গাজু শেখ ও কুতুবা খাতুন একে অপরকে ভালোবাসতেন। দীর্ঘদিন ধরে তাঁদের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের বাবা-মা সেই সম্পর্কে রাজি ছিলেন না। তাই মেয়েকে বুঝিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন তিনি। সেই বিয়েতে রাজিও ছিল মেয়ে। কিন্তু, বিয়ের সাত দিনের মাথায় মেয়ে বাবার বাড়িতে অষ্টমঙ্গলার জন্য আসেন।

আর সেই খবর পেয়ে প্রেমিক গাজু শেখ বড়দিনের দিন একটি চারচাকা গাড়ি নিয়ে মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক গাজু শেখের গাড়িতে উঠে পড়েন প্রেমিকা। এদিকে মেয়েকে প্রেমিকের সঙ্গে পালাতে দেখে গাড়ির সামনে চলে আসেন প্রেমিকার বাবা-মা। অভিযোগ, তরুণীর বাবা কুদ্দুস শেখকে গাড়ির একেবারে সামনে দেখেও ব্রেক কষেননি গাজু। বরং তাঁর উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে প্রেমিকার বাবা।

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও রাস্তার মধ্যে ওই প্রবীণের রক্ত লেগে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে যায় বোলপুর থানার পুলিশ। মেয়ের পরিবারের অভিযোগ, জোর করে কুতুবাকে তুলে নিয়ে গিয়েছে। এদিকে কুতুবার নতুন বরকে বিপদের সময় পরিবারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে।

ওই তরুণীর পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ির মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় গাজুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা। এই গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা ঘটনার নেপথ্যে রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই গাড়িটিকে খুঁজে বার করার চেষ্টাও করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *