Lakhir Bhandar : ‘জীবিত’ হলেন মৃত আয়েশা বিবি, পেলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! – mahishadal woman gets lakhir bhandar after her name remove from dead people list


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সফল প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের বহু মহিলা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হন। কিন্তু, সেই লক্ষ্ণীর ভাণ্ডারের টাকাই আচমকা বন্ধ। চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়ে মহিষাদলের আয়েশা বিবির। খোঁজখবর নিয়ে তিনি যা জানতে পারলেন, তাতে চোখ কপাল উঠে সকলের।

মহিষাদল ব্লকের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আয়েশা বিবি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা তিনি। এই প্রকল্পের জন্য তিনি আবেদন করেছিলেন এবং সেই মোতাবেক নির্ধারিত অর্থও পেয়ে আসছিলেন। কিন্তু, মে মাসের পর এই প্রকল্পে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও টাকা ঢুকছিল না। আর তা জানার পরেই রীতিমতো চিন্তায় পড়ে যান আয়েশা বিবি।

কারণ খতিয়ে দেখার জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের দ্বারস্থ হন। আর তাঁরা যে তথ্য ওই মহিলাকে দেন তাতে তাঁর চোখ কপালে ওঠে। জানা যায়, সরকারি খাতায় তিনি ‘মৃত’। আর সেই কারণেই তাঁর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গিয়েছে। এরপরেই তিনি প্রশাসনের দ্বারস্থ হন এবং গোটা বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানান। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে প্রশাসনও। নথি ঠিক করে তাঁর যাবতীয় আটকে থাকা লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এই টাকা পেয়ে স্বাভাবিকভাবেই বেশ খুশি আয়েশা বিবি। স্থানীয় প্রশাসনিক কর্তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

মহিষাদলের বিডিও বরুণাশিস সরকার জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে এই গোটা ঘটনা প্রসঙ্গে জেলাশাসককে জানানো হয়। তদন্ত করে দেখা যায় ভুল বশত আয়েশা বিবি নামক মহিলার নাম মৃতের তালিকায় নথিভুক্ত করা হয়েছিল। তদন্ত করে সমস্ত কিছু খতিয়ে দেখে দ্রুত তার প্রাপ্য টাকা দেওয়া ব্যবস্থা করা হয়। বকেয়া সমেত সমস্ত টাকা দেওয়া হয়েছে আয়েশা বিবিকে।

Rupashree Prakalpa : রূপশ্রী প্রকল্পে ‘স্ক্যাম’! বাড়ি বাড়ি গিয়ে ‘ভুয়ো’ আবেদনকারী ধরলেন তাপস পাল
স্থানীয় ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস জানান, আয়েশা অত্যন্ত গরিব পরিবারের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাঁর কাছে অনেকটাই। প্রশাসনের অসাবধানতার কারণেই তাঁকে এই হয়রানির শিকার হতে হয়েছিল।

এলাকাবাসী এই গোটা ঘটনা সম্পর্কে এলাকাবাসী জানেন বলেই দাবি রামকৃষ্ণের। তিনি আরও বলেন, ‘এই ঘটনা প্রসঙ্গে সকলেই জানেন। অত্যন্ত অবাক করার ঘটনা। এলাকাবাসী এই ঘটনা সম্পর্কে জানতে পেরে স্তম্ভিত।’ যদিও এই প্রকল্প বাবদ বকেয়া অর্থ ফেরত পেয়ে খুশি মহিষাদলের আয়েশা বিবি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *