Bullet Proof Car : নয়া বুলেটপ্রুফ গাড়ি প্রয়োজন! নিরাপত্তা উপদেষ্টার অফিস থেকে নবান্নে গেল প্রস্তাব – bullet proof car needed for lok sabha election 2024 security advisor office sent proposal to nabanna


নতুন বছর পড়তে মেরে কেটে আর দু-তিন দিন বাকি। বছর ঘুরলেই বেজে যাবে লোকসভা নির্বাচনের দামামা। ভোট ঘোষণা হলেই গোটা রাজ্য জুড়ে ভিভিআইপি গতিবিধি বাড়বে। ভোটের কথা মাথায় রেখে নতুন করে বুলেটপ্রুফ গাড়ি কিনতে চেয়েছিল মুখ্য নিরাপত্তা উপদেষ্টার অফিস। এমনকী স্বরাষ্ট্র দফতরে এই সংক্রান্ত একটি লিখিত প্রস্তাবও পাঠানো হয়।

প্রস্তাবে অসম্মতির রাজ্যের

মুখ্য নিরাপত্তা উপদেষ্টার অফিসের তরফে নতুন বুলেটপ্রুফ গাড়ি কিনতে চেয়ে স্বরাষ্ট্র দফতরে পাঠানো হয়েছিল চিঠি। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে সরকার। স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, নতুন বছরের প্রথম মাসেই অযোধ্যার রামমন্দির উদ্বোধন। তারপর যে কোনও সময় লোকসভা ভোট ঘোষণা কতে পারে নির্বাচন কমিশন। ভোট ঘোষণা হলে রাজ্যে ভিভিআইপি গতিবিধি বাড়বে। ‘জেড-প্লাস’ এবং ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিরা একদিকে যেমন ভিন রাজ্য থেকে ভোটপ্রচারে এখানে আসবেন, তেমনই এরাজ্যের ভিভিআইপিরাও গোটা রাজ্য চষে বেড়াবেন।

একাধিক ভিভিআইপি রাজ্যে একসঙ্গে প্রচারে এলে তাঁদের সুরক্ষায় বাড়তি বুলেটপ্রুফ গাড়ি প্রয়োজন। স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, বর্তমানে রাজ্য সরকারের কাছে যে কটি বুলেটপ্রুফ গাড়ি রয়েছে, তাতে একসঙ্গে এতজন ভিভিআইপির নিরাপত্তা সুনিশ্চিত করা কার্যত অসম্ভব। সেই কারণে রাজ্যের মুখ্য নিরাপত্তা উপদেষ্টার অফিস থেকে নয়া বুলটেপ্রুফ গাড়ি কেনার কথা ভাবা হচ্ছিল। সেই কারণে নবান্নে লিখিত প্রস্তাব পাঠানো হয়। কিন্তু স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, সেই প্রস্তাব এখনও ফাইলবন্দি হয়ে স্বরাষ্ট্র দফতরের পড়ে রয়েছে। এখনও সেই নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।

সূত্রের খবর, মূলত আর্থিক সমস্যার কারণেই এখনও নয়া বুলেটপ্রুফ গাড়ি কেনার প্রস্তাবে সায় দেয়নি নবান্ন। পরবর্তীকালে আর্থিক সংস্থার উন্নতি হলে সেই প্রস্তাব মেনে নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে একাধিক ভিভিআইপি গতিবিধি হলে নিরাপত্তা দিতে পুলিশ ও গোয়েন্দাদের সমস্যার মুখোমুখি হতে হবে বলে মনে করা হচ্ছে।

দুশ্চিন্তায় মুখ্য নিরাপত্তা উপদেষ্টার অফিস

নির্বাচনের সময় ভিভিআইপিদের মিটিংয়ে সাধারণ মানুষের তাঁদের কাছাকাছি চলে যাওয়ার প্রবণতা বাড়ে। সেখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তাঁদের উপর হামলার আশঙ্কা থাকে। আশঙ্কা থাকে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার। সেকথা ভেবে উগ্বিগ্ন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার দফতর। আগামী দিনে রাজ্য সরকার গাড়ি কেনার ব্যাপারে অনুমতি দেয় কি না, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *