Dengue Update : শীতেও ডেঙ্গি, ভিলেন কি আবহাওয়া! – dengue increase in kolkata on winter season


এই সময়: গত বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শহরে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ন’জন। এই বছর ডেঙ্গির রিপোর্ট পজি়টিভ এসেছে ২৮ জনের। শুধু তাই নয়, গত বছরের ডিসেম্বরের তুলনায় এই বছর ৪০ জন বেশি আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর।

সাধারণত বৃষ্টি কমলে কমতে থাকে ডেঙ্গির প্রকোপ। কলকাতায় বৃষ্টি হয়েনি বেশ কিছু সময়। তারপরেও কেন প্রকোপ কমছে না ডেঙ্গির? বিশেষজ্ঞদের বক্তব্য, শীত পড়লেই কমে যায় ডেঙ্গির দাপট, এমনটাই মনে করেন শহরের সিংহভাগ বাসিন্দা। তাই অনেকেই জল জমিয়ে রাখার অভ্যেসে ফিরে যান। তা ছাড়া, কলকাতার আবহাওয়া যে ভাবে পাল্টাচ্ছে, তাতেও বাড়ছে ডেঙ্গি।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ডিসেম্বরে কলকাতা ছাড়া লাগোয়া সব পুরসভাতেই নতুন করে ডেঙ্গির প্রকোপ সে ভাবে বাড়েনি। বিধাননগরে মাত্র এক জন, দক্ষিণ দমদমে দু’জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কামারহাটি, বরাহনগর, উত্তর দমদম, দমদমে নতুন করে আক্রান্তের খবর নেই ডিসেম্বরে। সেখানে কলকাতার এই পরিস্থিতি কেন?

Dengue

এ প্রসঙ্গে কলকাতা পুরসভার মুখ্য পতঙ্গিবদ দেবাশিস বিশ্বাস বলেন, ‘এটা ঠিক যে, তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামলে মশার বংশবৃদ্ধি অনেকটাই কমে। তবে কলকাতার যা পরিস্থিতি, তাতে বছরভর ডেঙ্গি হচ্ছে। কারণ, কলকাতার বাতাসে আদ্রতার পরিমাণ বাড়ছে।’

পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্তারা জানাচ্ছেন, ডিসেম্বরে যাঁরা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, তাঁদের ৯৫ শতাংশের বাড়ির ফ্রিজের ট্রে কিংবা ছাদে রাখা অব্যবহৃত ফুলের টবে জমা জল মিলেছে। পুরকর্তাদের আর্জি, ডেঙ্গি থেকে বাঁচতে সারা বছরই সতর্ক থাকতে হবে। কারণ, কলকাতার যা আবহাওয়া, তাতে সারা বছরই ডেঙ্গির সম্ভাবনা রয়েছে।

Dengue Death : দেশে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফের মাঝেই ফের ডেঙ্গির থাবা, বেলেঘাটা আইডি-তে মহিলার মৃত্যু
গত পাঁচ বছরের তুলনায় ২০২৩-এ কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি। সে কারণেই চলতি বছরের শুরু থেকেই মশা-দমন কর্মসূচিতে যাতে গাফিলতি না হয়, সে ব্যাপারে সব বরোর স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশিকা পাঠানো হয়েছে। এলাকা সাফাইয়ের পাশাপাশি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রচারে যাতে খামতি না থাকে, সে পরামর্শও দিচ্ছে পুরসভা। এই সিদ্ধান্ত পুরোপুরি ঠিক বলেই জানাচ্ছেন পতঙ্গবিদ গৌতম চন্দ্র। তাঁর কথায়, ‘বছরভর নজরদারি চালালে মানুষকে সচেতন করা যায়। এর ফলে সংক্রমণও কমানো যাবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *