Jadavpur University Main Hostel : যাদবপুরের মেন হস্টেল সংস্কারে রাজ্য দিল ৫ কোটির বেশি, স্বস্তি – wb education department allocated five crore for renovation of jadavpur university main hostel


এই সময়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল সংস্কারে ৫ কোটির বেশি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। মঙ্গলবার রাতে এ নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা পৌঁছেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, ক’দিন ধরেই রাজ্যের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছিল। অবশেষে অর্থ বরাদ্দ হলো। স্নেহমঞ্জুর কথায়, ‘আমরা দ্রুত ওয়ার্ক অর্ডার ইস্যু করে কাজ শুরু করতে পারব।’ সূত্রের দাবি, সব ঠিক থাকলে মাসখানেকের মধ্যেই সংস্কারের কাজ শুরু হবে।

যাদবপুর থানার পাশেই বিশ্ববিদ্যালয়ের কয়েক দশকের পুরোনো মেন হস্টেলটির অবস্থা অত্যন্ত শোচনীয়। ছোটবড় দুর্ঘটনাও লেগে রয়েছে। ফলে এই বরাদ্দ পেয়ে স্বস্তিতে বিশ্ববিদ্যালয়। গত ১০-১২ বছরের মধ্যে হস্টেল সংস্কারে এক লপ্তে এত টাকা পায়নি তারা।

গত বছর অগস্টে এই মেন হস্টেলই শিরোনামে আসে র‍্যাগিং, যৌন হেনস্থা এবং ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে। উত্তাল হয় যাদবপুর-সহ গোটা রাজ্য। আবাসিকদের একাংশের বিরুদ্ধে অভব্য আচরণ, যৌন অত্যাচার, র‍্যাগিংকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে। নদিয়ার বগুলা থেকে আসা বাংলা প্রথম বর্ষের ওই ছাত্রের মৃত্যুতে মেন হস্টেলের অন্তত ৯ জন আবাসিক ও প্রাক্তন ছাত্র এখনও জেলে।

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকদের দাবি, মেন হস্টেলের যা অবস্থা তাতে যে কোনও সময়ে চাঙড় খসে বা শর্ট সার্কিটে আগুন লেগে বড়সড় বিপর্যয় ঘটতেই পারে। তাতে প্রাণহানিও ঘটার আশঙ্কা। দিনকয়েক আগেই বারান্দায় চাঙড় খসে এক আবাসিক পড়ুয়ার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। রান্নাঘরের চাঙড়ও খসে পড়ে দিনকয়েক আগে। তাতে কেউ আহত না হলেও রাঁধুনিদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

Jadavpur University: ভিসি-অফিসে আর যাবেন না, সুপ্রিম কোর্টে নজর বুদ্ধদেবের
মেন হস্টেলের দশা খতিয়ে দেখতে এবং সংস্কারের খতিয়ান তৈরি করতে কিছুদিন আগে একটি কমিটি তৈরি করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা ঘুরে দেখেন। পার্থপ্রতিমের কথায়, ‘ছাদ, সিলিং, ড্রেনেজ, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, শৌচালয়ের অবস্থা অত্যন্ত খারাপ। ছোট সংস্কারগুলি না হওয়ায় বড় বিপদের আশঙ্কায় দিন কাটছে আবাসিকদের।’ এই পরিস্থিতিতে ৫ কোটিরও বেশি টাকার অ্যাপ্রুভালকে স্বাগত জানাচ্ছেন তিনি। মেন হস্টেলে আছে ৪টি ব্লক। তাতে প্রায় ৬০০-৬৫০ পড়ুয়ার বাস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *