Utkarsh Bangla Courses : ক্লাস ফাইভ পর্যন্ত পড়েই স্বল্পমেয়াদী কোর্সের সুযোগ, রাজ্যের স্কিল ডেভেলপমেন্টে ২০ হাজার চাকরি – nabanna source says west bengal skill development training courses give jobs to 20 thousand people


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন স্কিল ট্রেনিংয়ের ক্ষেত্রে এক নম্বরে রয়েছে রাজ্য়। জানা গিয়েছে, গত বছর কারিগরি শিক্ষা দফতরের অধীনস্থ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট হাজার হাজার তরুণ-তরুণীর চাকরি পেয়েছে। পরিসংখ্যানটা ২০ হাজার। তাঁদের ডিগ্রির বহরও খুব একটা বেশি নয়। কারিগরি শিক্ষা দফতরের অধীনে স্বল্প শিক্ষতদের একাধিক কোর্স রয়েছে। সেখানে তরুণ তরুণীদের ভর্তি হওয়ার জন্যও সচেতন করা হয়। কিন্তু, তাঁরা যে ভাবে কর্মসংস্থান পাচ্ছেন তা কার্যত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

কী ভাবে হয় পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট-এর প্রশিক্ষণ?

জানা গিয়েছে, এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হয়। তারা নিজেদের চাহিদা মোতাবেক হিউম্যান রিসোর্স তৈরি করার জন্য ট্রেনিং দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে টাটা মেটালিকস, মাহিন্দ্রা থেকে শুরু করে ৭০০-র বেশি সংস্থা। আর প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের নির্দিষ্ট অর্থ দেওয়া হয়ে থাকে পিবিএসএসডির থেকে। এর ফলে একদিকে যেমন এই স্বল্প মেয়াদী কোর্সগুলিতে ভর্তি হওয়া পড়ুয়ারা উপকৃত হন তেমনই সংস্থাগুলিরও লাভ হয়।

নিয়োগের বিষয়ে কী নিয়ম রয়েছে?

বর্তমানে যে সমস্ত সংস্থা এই পড়ুয়াদের প্রশিক্ষণ দেন তাঁদের থেকে একটি লিখিত প্রতিশ্রুতি সংগ্রহ করা হয়। যেখানে বলা হয়ে থাকে, সংশ্লিষ্ট সংস্থার যত কর্মী প্রয়োজন তার দ্বিগুণের বেশি প্রার্থীকে তারা প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পাবে। মোটের উপর যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন তাঁদের ৫০ শতাংশকেই কাজে যুক্ত করতে পারবেন।

এই প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে?
জানা যাচ্ছে, পঞ্চম শ্রেণি পাশ করেও অনেকে এই কোর্সগুলির জন্য আবেদন করতে পারেন। এছাড়াও অষ্টম, দশম এবং দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েও করা যাবে আবেদন। রাজমিস্ত্রি,প্লাম্বার যাঁরা কাজের সঙ্গে আগেই যুক্ত এই সমস্ত কোর্সে তাঁদের সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। এর ফলে বিভিন্ন বড় বড় সংস্থার দরজা তাঁদের জন্য খুলে যাচ্ছে।

এর ফলে তাঁদের পেশাগত দিক থেকেও উন্নতি হচ্ছে এবং তাঁদের সামনে বিভিন্ন সুযোগ খুলে যাচ্ছে। এই কোর্সগুলির কথা যাতে সমস্ত স্তরে পৌঁছে যায় এবং সকলে তা জানতে পারে ও সমানভাবে আবেদন-কোর্স করার সুযোগ পায় সেই জন্য প্রচারের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। বহু তরুণ তরুণীর এতে কর্মসংস্থানের দরজা খুলে যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *