গত বছর নিজেদের পুজোয় রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে একেবারে সাড়া ফেলে দিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার। পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় অনেকেই বলেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই কলকাতা তথা বাংলার মানুষের সামনে রাম মন্দির নিয়ে এসেছে সন্তোষ মিত্র স্কোয়ার। পুজোর দিনগুলিতে শহর কলকাতার অন্যতম ক্রাউড পুলার হয়ে উঠেছিল ওই পুজো। শুরু কলকাতা মানুষজনই নন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ ভিড় করেন সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির দেখতে।
পুজোর পর কেটে গিয়ে বেশকিছু দিন। আর আজ সেই মাহেন্দ্রক্ষণ, অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন। এই উপলক্ষে এই সময় ডিজিটালের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করলেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম কর্ণধার বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। আরও ভালো লাগছে, সোশ্যাল মিডিয়ায় যেখানে যত রাম মন্দিরের রিল বা ক্লিপিং তৈরি হচ্ছে, প্রায় সবগুলিতেই আমাদের অস্তিত্ব আছে। যে যত রাম মন্দিরের ছবি দেখাচ্ছে, ক্লিপিং দেখাচ্ছে, অনেক জায়গাতেই রাম মন্দিরের পরিবর্তে আমাদের প্যান্ডেলের ছবি আছে। বহু ক্ষেত্রেই রাস্তায়ঘাটে যত ব্যানার – হোর্ডিং লাগান হয়েছে, অনেক জায়গাতেই আসল রাম মন্দিরের বদলে আমাদের প্যান্ডেল দেখাচ্ছে। লোকে আসল – নকলের ফারাক অনেকটা হারিয়ে ফেলেছে এখানে। স্বাভাভিকভাবেই ভালো লাগছে।’
অন্যদিকে বিশেষ এই দিন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচিও নেওয়া হয়েছে বলে জানান সজল ঘোষ। সজল জানান, রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে গতকাল থেকেই হোমযজ্ঞ ভজন সংকীর্তন শুরু হয়েছে। আজ শিশুদের নাটক – সহ আরও আনুষ্ঠান হয়েছে। তবে গোটা অনুষ্ঠানটিই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার লাগোয়া অপর একটি মাঠে। এক কথায় বলতে গেলে রাম মন্দির উদ্বোধনের শুভলগ্নে মেতে উঠেছে গোটা সন্তোষ মিত্র স্কোয়ার।