Mamata Banerjee At The Day Of Ram Mandir Inauguration Tmc Sampriti Rally Started From Kalighat Temple


বেলা তিনটে নাগাদ কালীঘাট মন্দিরে হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিলেন মাকে। পুজো দিয়ে সংহতি যাত্রা শুরু করলেন তিনি। গত মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক থেকে এই মিছিলের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে সংহতি মিছিলের আয়োজনের কথা ঘোষণা করেন তিনি। লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধনের নামে বিজেপি ‘গিমিক’ দেখাচ্ছে বলে দাবি করে পালটা কলকাতায় এই মিছিলের আয়োজন করেন।

একদিকে, যখন উত্তর প্রদেশের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিনই কলকাতায় এই সম্প্রীতি মিছিলের ডাক দেন মমতা। বিজেপি বিরোধী অন্যান্য রাজ্যে এদিন আলাদা করে কোনও কর্মসূচি না নেওয়া হলেও একমাত্র পশ্চিমবঙ্গে এই মিছিলের আয়জন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে।


তবে শুধুমাত্র মিছিল নয়, মিছিলের মাঝেই একাধিক ধর্মীয় স্থানে শ্রদ্ধা জানিয়ে এটিকে অন্যমাত্রা দেওয়ার চেষ্টায় তৃণমূল সুপ্রিমো। কালীঘাট মন্দিরে পুজো দান, বালিগঞ্জের গুরুদয়ারা পরিদর্শন, পার্ক সার্কাসে গির্জায় প্রার্থনা এবং মসজিদে চাদর চড়ানোর মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরার প্রচেষ্টায় মমতা। এই মিছিল যাতে কোনওভাবে রাজনৈতিক আবর্ত না পায় সে ব্যাপারে নির্দেশ ছিল তাঁর। মিছিলের শেষে যেখানে মঞ্চ বাঁধা হয়, সেখানে কোনও রাজনৈতিক প্রতিনিধি না থাকার ব্যাপারেও নির্দেশিকা রয়েছে।

Trinamool Congress : শৃঙ্খলা ভাঙলে কড়া স্টেপ! হুঁশিয়ারি মমতা-অভিষেকের
মমতার মিছিলে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, মুসলমান-সহ সমস্ত ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকল ধর্মের প্রতিনিধিদের এক জায়গায় এনে বিশেষ বার্তা দিতেই এদিনের মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ঘনিষ্ঠদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং তাঁর দল হিসেবে মন্দির প্রতিষ্ঠার বিরোধিতা করা হচ্ছে না, তবে এই বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি যেভাবে রাজনৈতিক রং ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই কারণেই এই মিছিলে আয়জন করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *