Barasat KNC Road : প্রায় ১ কোটি টাকায় কেএনসি রোড সংস্কার পূর্ত দপ্তরের – west bengal public works department renovation barasat knc road


এই সময়, বারাসত: জেলা সদর বারাসতের দক্ষিণপাড়া মোড় থেকে স্টেশন পর্যন্ত রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ। ওই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াতে চরম সমস্যায় পড়তে হতো মানুষকে। এ বার সেই রাস্তা সংস্কারের কাজ শুরু করল পূর্ত দপ্তর। এর জন্য খরচ হচ্ছে ১ কোটি ৩৫ লক্ষ টাকা। আগামী মার্চ মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে পূর্ত দপ্তর।

বারাসত শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হলো কেএনসি রোড। এই রাস্তাটির যশোর রোডের সঙ্গে সংযোগ রয়েছে। কেএনসি রোড ধরে জেলার প্রশাসনিক ভবনগুলো থেকে আদালতে যাওয়ার সুবিধা আছে। এ ছাড়া এই রাস্তার ধারে রয়েছে বারাসতের সরকারি স্কুল, কলেজ, কিশলয় হোম এবং বারাসত থানা। ফলে শহরে এই রাস্তার গুরুত্ব অনেকটাই।

কেএনসি রোডে গাড়ির চাপও থাকে। মানুষের যাতায়াতও বেশি। অথচ এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল। এর জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছিল মানুষকে। পিচ উঠে গিয়ে মাঝে মাঝে বড় বড় গর্ত তৈরি হয়েছে। হাটখোলা কিংবা হরিতলা মোড় এলাকায় রাস্তা একেবারেই বেহাল অবস্থায় রয়েছে। বেহাল এই রাস্তার জন্য মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল।

বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় একাধিকবার পূর্ত দপ্তরে দরবার করেছেন। এই রাস্তাটি পুরসভার অধীনে ছিল। কিন্তু মাস খানেক আগে পূর্ত দপ্তরকে হস্তান্তর করে পুরসভা। শেষে রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয়। প্রায় ২ কিলোমিটারের মতো রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ টাকা।

পূর্ত দপ্তরের এক কর্তা বলেন, ‘দীর্ঘস্থায়ী করতে রাস্তা অন্য ভাবে করা হচ্ছে। রাস্তাটি সাত মিটার চওড়া। তবে স্টেশন সংলগ্ন এলাকায় চওড়া কিছুটা কমেছে। মার্চ মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।’ বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, ‘কেএনসি রোড পূর্ত দপ্তর তৈরি করছে। আগামী দিনে এই রাস্তা দুই লেনের করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *