Kolkata News Today : বার ডান্সারকে ধর্ষণের অভিযোগ, যুবককে গ্রেফতার হেয়ারস্ট্রিট থানার – young boy allegedly arrested outraging the modesty of a woman


শহর কলকাতায় বার ডান্সারকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক যুবক। হেয়ার স্ট্রিট থানা এলাকার ঘটনা। ধৃতের নাম তৌফিক আলি। তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এাকায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

বারে গিয়ে পরিচয়
পুলিশ সূত্রে খবর, তৌফিক আলি নামে বছর ২৭-এর ওই যুবক আদতে বিহরের বাসিন্দা। কলকাতার স্ট্র্যান্ড রোড এলাকায় একটি চায়ের দোকান চালায় সে। গত পড়শুদিন হেয়ার স্ট্রিট থানা এলাকার একটি বারে যায় তৌফিক। সেখানে এক বার ডান্সারের সঙ্গে পরিচয় হয় তার। এরপর তৌফিকের সঙ্গেই গাড়িতে চেপে বেরিয়ে যান ওই বার ডান্সার। বেশি রাতের দিতে ওই বার ডান্সারকে গঙ্গার ঘাটে গাড়ি থেকে নামিয়ে দেয় তৌফিক। তারপর তৌফিক সেখান থেকে চলে যায়।

পুলিশ হেফাজতের নির্দেশ

মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় তৌফিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই বার ডান্সার। অভিযোগের ভিত্তিতে তৌফিককে গ্রেফতার করে পুলিশ। এদিন তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় ইতিমধ্যেই বিস্তারিতিভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৌফিককে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। দোষীর কড়া শাস্তির দাবি জানাচ্ছেন নির্যাতিতা।

প্রসঙ্গত, রাতের কলকাতায় এর আগেও মহিলাদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়ই দুষ্কৃতীদের খপ্পরে পড়েছেন মহিলারা। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে। কিন্তু তারপরেও যে এই ধরণের ঘটনায় পুরোপুরি লাগাম পরানো যায়নি, তা এই ঘটনায় আরও একবার প্রমাণিত হল বলে মনে করছেন কেউ কেউ।

প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময় বার ডান্সারকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতবছর বিহারের পশ্চিম চম্পারনে এক পশ্চিমবঙ্গের বাসিন্দা এক নর্তকীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ওই নর্তকী একটি অর্কেস্ট্রা পার্টিতে কাজ করতেন বলে জানা যায়। অর্কেস্ট্রার দলে কাজ করার জন্যই তিনি বিহারে গিয়েছিলেন। ঘটনায় থানায় এফআইআর দায়ের হয়। জানা যায়, ওই অর্কেস্ট্রা পার্টির লোকজন গাড়িতে চেপে আসছিলেন। অভিযোগ, সেই সময়ই কয়েকজন মাঝরাস্তায় তাদের পথ আটকায়। অভিযোগ, এরপর তাদের মধ্যে থেকে বাংলার বাসিন্দা এক ডান্সারকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *