Arabul Islam Arrest : তোলাবাজি সহ একাধিক অভিযোগ, গ্রেফতার TMC নেতা আরাবুল ইসলাম – tmc leader arabul islam arrested for various allegation against him


তৃণমূল নেতা আরাবুল ইসলামকে লালবাজার নিয়ে যাওয়া হল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া ভোট পরবর্তী হিংসা ও আইএসএফ কর্মী হত্যার অপরাধের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আরাবুলকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তর কাশীপুর থানায় আরাবুল হাকিমুল ভাঙড়ের ডিসি দীর্ঘক্ষণ বৈঠক করেন। তারপরই তাঁকে লালবাজার নিয়ে যাওয়া হয়। আরাবুল ইসলামকে আগামীকাল আদালতে তোলা হবে বলে জানতে পারা গিয়েছে।

ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেফতার করল উত্তর কাশীপুর থানার পুলিশ। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ভাঙড় দু’নম্বর ব্লকে মনোনয়নের দিন ISF কর্মী মহিউদ্দিন মোল্লার খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ভাঙড় দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। এলাকায় যথেষ্ট প্রভাবশালী হিসেবেই পরিচিত তৃণমূলের এই নেতা। ভাঙড় এলাকার ‘দোর্দণ্ডপ্রতাপ’ নেতা বলা হয় তাঁকে । ISF কর্মীকে খুন থেকে তোলাবাজি একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রসঙ্গত, উত্তর কাশিপুর থানা সহ ভাঙড় এলাকাকে কিছুদিন আগেই কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়। ভাঙড় এলাকার একাধিক উপদ্রুত এলাকায় অশান্তি এবং হানাহানির ঘটনায় তদন্ত শুরু করে লালবাজার। তারপরেই এদিন সন্ধ্যায় আরাবুল ইসলামকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

মাইক বাজিয়ে সভা! ‘স্কুলে হবে না তো কােথায় হবে’?

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধানকল হাতিশালের মোড় থেকে অনতি দূরে ভগবানপুর অঞ্চলে একটি বোমাবাজির অভিযোগ হয়। বিনায়ক গ্রুপ নামে একটি কোম্পানি ওই অঞ্চলে ৪০ বিঘা জমি নিয়েছে। তারা নিজেদের জমির দখল নিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। পরবর্তীকালে আরাবুল ওই কোম্পানির থেকে ৬০ লাখ টাকা নিয়েছে পাঁচিল দিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারপরেও পাঁচিল দিতে পারছিল না। তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই এদিন তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এই গ্রুপের মালিক সোজা কালীঘাটে অভিযোগ করেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতার গ্রেফতারি ভাঙড় এলাকায় ঘাসফুল শিবিরে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরাবুল ইসলামকে গ্রেফতারির পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ভোটের আগে জামিন করিয়ে নেবে। এগুলো সবই হিসাব করা। পরিকল্পনা মাফিক। রাজধর্ম পালন এই সরকারের পক্ষে সম্ভব নয়। আরাবুল, শওকত, বাবু মাস্টার এদের কে ভোটে লাগবে তৃণমূলের।’ পালটা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘এটা প্রশাসনিক বিষয়। আমাদের সম্পূর্ণ বিষয়টা না জেনে কিছু বলার নেই। তবে এই ঘটনা প্রমাণ করছে, বিরোধীরা যে অভিযোগ করে পুলিশ শাসক দলের হয়ে কাজ করে, সেটা যে মিথ্যা তা পরিষ্কার।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *