BJP News : মহুয়াকে হারাতে গেরুয়া শিবিয়ে চর্চায় বড় নাম! কৃষ্ণনগরে মাস্টার প্ল্যান তৈরি BJP-র – bjp west bengal will give strong candidate to defeat mahua moitra in lok sabha election


Lok Sabha Election 2024 : লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন তিনি। সেই মহুয়া মৈত্রকেই কৃষ্ণনগর আসনে তৃণমূলের ব্যাটন ধরতে হবে আসন্ন নির্বাচনে, সেই ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত, কৃষ্ণনগর আসনটি বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। লোকসভা নির্বাচনে জিতে ‘বিতর্কিত’ মহুয়া যদি ফের লোকসভায় যান, তাহলে কেন্দ্রের কাছে জবাবদিহি করতে হবে রাজ্য বিজেপি নেতৃত্বকেই। মহুয়াকে হারাতে তাই কোমর বেঁধে নামছে রাজ্য বিজেপি।

তবে, মহুয়ার বিরুদ্ধে লড়াইয়ের প্রথম ধাপেই হোঁচট খেতে হচ্ছে বিজেপিকে। বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? মহুয়া মৈত্রের মতো সাংগঠনিক এবং সুবক্তার মতো নেত্রীকে হারাতে বড় কোনও চিন্তাভাবনায় রয়েছে গেরুয়া শিবিরের। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা বিজেপি সূত্রে খবর, এই কেন্দ্রে এমন একটি প্রার্থী দিতে চাইছে বিজেপি, যিনি ধারে এবং ভারে মহুয়াকে সমান টক্কর দিতে পারেন।

কৃষ্ণনগরের হওয়ায় ঘুরে বেড়াচ্ছে যে নামগুলি তার মধ্যে অন্যতম হল রাজ্যের সদ্য প্রাক্তন এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাঁর রাজনৈতিক পরিচয়, তিনি কেন্দ্রীয়মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়ের পুত্র। নদিয়া জেলা জুড়ে সত্যব্রত মুখোপাধ্যায়, সকলের প্রিয় ‘জলু দা’র প্রভাব দীর্ঘদিনের। জনসাধারণের মধ্যে দারুণ প্রভাব রয়েছে তাঁর। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ২০০১ সালে নদিয়া নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন, তবে হেরেও ছিলেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই সত্যব্রত মুখোপাধ্যায়কে পদ্ম পুরস্কারে ভূষিত করেছে। অঙ্কটা শুরু হয় তারপর থেকে।

Mamata Banerjee on Mahua Moitra : লোকসভায় কৃষ্ণনগরের প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্র, স্পষ্ট ইঙ্গিত মমতার

বিজেপির একাংশ বলছেন, মহুয়ার বিরুদ্ধে বড় মুখ দাঁড় করানোর চেষ্টা ছিল। বিজেপির একাংশ স্বয়ং মিঠুন চক্রবর্তীকে এই আসন থেকে লড়াইয়ের জন্য আবেদন জানিয়েছিলেন। যদিও, এই বিষয়টি নিয়ে রাজ্য বিজেপি কোনও নিশ্চয়তা দেয়নি।

নদিয়া উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, ‘প্রার্থী ঠিক করবে দল, তবে বিজেপি প্রস্তুত। কৃষ্ণনগর বাসী আজ পর্যন্ত সাংসদকে কাছে পেয়েছিল কিনা সেটা কৃষ্ণনগরবাসী খুব ভালোভাবে উত্তর দিতে পারবে।’ তাঁর কথায়, যে সাংসদ তথ্য পাচার করতে পারে তাঁকে আর যাই হোক কৃষ্ণনগরের মানুষ ঠিকমতো মেনে নেবে না। মহুয়া মৈত্র যদি এবার কৃষ্ণনগরে দাঁড়ায় সে সমুচিত জবাব পেয়ে যাবে। নদিয়া দুটি লোকসভা কেন্দ্রই এবার বিজেপির দখলে যাবে, এটা নিশ্চিত।

Rajya Sabha Election: রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক, মমতার ভরসায় নতুন কারা?
তবে এই দুটি নাম বাদ দিয়ে আরও একটি নাম উঠে আসছে কৃষ্ণনগরের বাতাসে। দুটি বড় নাম তালিকা থেকে বাদ গেলে সেক্ষেত্রে ব্যারিস্টার কবীর শঙ্কর বোসকে এই কেন্দ্র থেকে দাঁড় করানো হতে পারে মহুয়াকে হারাতে। তবে প্রার্থী নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি, প্রচারের ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে জেলা বিজেপি। জেলা বিজেপি সূত্রে খবর, লোকসভার আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো থাকছেনই, পাশাপাশি বিজেপির জাতীয় স্তরের একাধিক স্টার প্রচারককে আনিয়ে প্রচার সারতে চাইছে বিজেপি। মহুয়াকে হারাতে যাতে কোনও খামতি রাখা না হয়, তার জন্য মরিয়া গেরুয়া শিবির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *