তাই অনুমতি পেতে মামলা দায়ের করার আবেদন জানিয়েছে রাজ্য। এই ইস্যুতে একটি মামলা ঝুলে রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। তিনি এখন আন্দামানে সার্কিট বেঞ্চে রয়েছেন। তাই রাজ্য এই মামলা শোনার জন্য কোনও বেঞ্চ ঠিক করে দেওয়ার আবেদন করে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়ে জানায়, মামলা শুনবেন বিচারপতি সেনগুপ্তই।
প্রয়োজনে অনলাইনে হবে মামলার শুনানি। আজ, মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে। খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষজন। সোমবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিখ সম্প্রদায়ের রাজ্য প্রতিনিধিরা।
তিনদিনের জেলা সফরে এদিন বিকেলেই দুর্গাপুরে আসেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে তাঁর সঙ্গে দেখা করেন শিখ ধর্মাবলম্বীরা। রাজ্যের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট তেজেন্দর সিং বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে। খালিস্তানি বলা হচ্ছে আমাদের। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।’