Teacher Recruitment: রাজ্যে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে শর্তাধীন শিক্ষক নিয়োগ? – west bengal government is considering if teachers can be hire for madhyamik and hs level with prominent terms and conditions


মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে শিক্ষক পদপার্থীদের নিয়োগ নিয়ে কি এবার নয়া পদক্ষেপ? জানা যাচ্ছে, শর্তসাপেক্ষে নিয়োগ করা যায় কিনা সেই বিষয়টি খতিয়ে দেখচে শিক্ষা দফতর এবং স্কুল সার্ভিস কমিশন। সম্প্রতি বিকাশ ভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব এবং শিক্ষা দফতরের ল অফিসার। উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। এদিন চাকরিপ্রার্থীদের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, জানা গিয়েছে এমনটাই।সেখানেই এই শর্তসাপেক্ষে নিয়োগের বিষয়টি উঠে আসে। সূত্রের খবর, নিয়োগ আইনি জটিলতায় আটকে রয়েছে। সেক্ষেত্রে যদি এখনই নিয়োগ দিয়ে দেওয়া হয় তাহলে চাপের মুখে পড়তে হতে পারে SSC-কে। আর এরই প্রেক্ষিতে উঠে এসেছে শর্তাধীন নিয়োগের বিষয়টি। জানা গিয়েছে, যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের শর্তাধীন নিয়োগ করা হয় সেক্ষেত্রে আইনি কোনও জটিলতা তৈরি হতে পারে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দফতর থেকে শূন্যপদের একটি বিস্তারিত তালিকা SSC-কে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, আদালতের সম্মতি মিললেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। উল্লেখযোগ্যভাবে, উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টের কাছে শর্তীধিন নিয়োগের জন্য কমিশনের আইনজীবীরা সুপারিশ করেছেন। এখন দেখার এর প্রেক্ষিতে আদালত ঠিক কী সিদ্ধান্ত নেয়!

উল্লেখ্য, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নিয়োগ নিয়ে সদর্থক পদক্ষেপ করতে উদ্যোগী রাজ্য। কিন্তু, বিরোধীরা আইনি জটিলতা তৈরি করতে চাইছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, তাঁর সরকার নিয়োগের জন্য আগ্রহী।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে রাজ্যে একাধিক ক্ষেত্রে নিয়োগের সুযোগ। পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগ করা হবে, তা আগেই নির্ধারিত হয়েছিল মন্ত্রিসভার বৈঠকে। সেই মোতাবেক প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিও। জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে মোট ছয় হাজার ৬৫২ জন কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনেও কর্মী নিয়োগ করা হবে বলে সূত্রের খবর।

পাশাপাশি পুলিশে নিয়োগের জন্যও জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বার্তা দিয়েছিলেন, তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করা তাঁর সরকারের অন্যতম বড় লক্ষ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *