Kunal Ghosh : ‘…২২ করার খেলায় বিশ্বাসী’, কুণালের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তীব্র জল্পনা – tmc leader kunal ghosh new social media post raises speculation


রবিবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। আর তারপরেই তৃণমূল নেতা কুণাল ঘোষের এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু বিভিন্নমহলে। সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে লেখা, ‘দয়া করে আমাকে নিয়ে কেউ অকারণ জল্পনা ছড়াবেন না। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, আছি, থাকব। শীর্ষ নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেওয়ার, দিয়ে রেখেছেন। আজও দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা, পূর্ব মেদিনীপুরসহ যেখানে দল যা দায়িত্ব দিচ্ছে, পালন করব। যাঁরা অন্যরকম চর্চা করছেন, তাঁরা ভুল করছেন। বাস্তব না বুঝে এঁরা পণ্ডিতি ফলান। আমি কুণাল ঘোষ। ২ আর ২ মিলে ৪ ধরবেন না, আমি ২২ করার খেলায় বিশ্বাসী। সেই চেষ্টাই করি।’ তবে এই পোস্টের মধ্যে দিয়ে ঠিক কাকে বা কাদের ইঙ্গিত করতে চেয়েছেন তিনি, তা স্পষ্ট হয়নি।প্রসঙ্গত, সম্প্রতি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় কুণাল ঘোষকে। সেই সময় কুণাল অভিযোগ করেন, উত্তর কলকাতায় তিনি (সুদীপ বন্দ্যোপাধ্যায়) একতরফা পার্টি চালান। কাউকে ডাকেন না, কারও তোয়াক্কা করেন না। এমনকী ভূবনেশ্বরে সুদীপ যখন বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তখন সেই বিল কে মিটিয়েছিল, সেই প্রশ্নও তোলেন কুণাল। আর এই বিষয়ে নেতৃত্বেকে বলেও কোনও কাজ হয়নি বলেও দাবি করেন তিনি।


আর শুধু কুণালই নয়, সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন তাপস রায়ও। একইসঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতেও যোগ দেন তিনি। তবে সেই সময় অবশ্য তাপসকে বোঝানোর চেষ্টা করেন কুণাল ঘোষ ও ব্রাত্য বসু। পরে তাপস দাবি করেন, তাঁর বাড়িতে বসে থাকাকালীনই শোকজ করা হয়েছে কুণালকে। আবার কুণালও সেই সময় বলেছিলেন তাপস রায়ের তৃণমূল ছাড়ার ঘটনা দুর্ভাগ্যজনক।

এখানেই শেষ নয়, সম্প্রতি তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে তিনি আর থাকতে চান না বলেও ইচ্ছাপ্রকাশ করতে দেখা যায় কুণাল ঘোষকে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিসফিট। আমার পক্ষে কাজ চালান সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি, তৃণমূল কংগ্রেস আমার দল।’ সেক্ষেত্রে এবার কুণালের এই পোস্ট ঘিরে নতুন করে শুরু হল জল্পনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *