CPIM Candidate List : সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার নিরাপদই বসিরহাটে সিপিএম প্রার্থী? তুঙ্গে জল্পনা – nirapada sardar ex mla may get cpim mp ticket from basirhat constituency


আগামী দু-তিনদিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে সিপিএম। সেক্ষেত্রে কংগ্রেস এবং আইএসএফ, সর্বোপরি তৃণমূল – বিজেপি বিরোধী দলগুলোর গ্রিন সিগন্যালের দিকে তাকিয়ে রয়েছে বামেরা। তবে, এর মধ্যেই উত্তর ২৪ পরগনা জেলার হাওয়ায় ভাসছে, সন্দেশখালি কাণ্ডের পর বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে।রাজ্যে কংগ্রেসের সঙ্গে এখনও পর্যন্ত আসন সমঝোতা হয়নি সিপিএমের। তবে কংগ্রেস অনেকটাই দোনামোনা করার জন্য সিপিএম যত দ্রুত সম্ভব প্রার্থী ঘোষণা করে দিতে প্রস্তুত। সিপিএমের নিজস্ব প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রস্তুত বলেই আলিমুদ্দিন স্ট্রিট সূত্র খবর। শুধু কংগ্রেস এবং ISF কী চাইছে, সেই বিষয়েই জল মেপে নিতে চাইছেন বামেরা।

তবে, সিপিএমের প্রার্থী তালিকায় একাধারে যেমন তরুণ মুখের ভিড় থাকবে, তেমনই বসিরহাট কেন্দ্র নিয়েও যথেষ্ট ভাবনাচিন্তা রয়েছে বাম শিবিরে। সন্দেশখালি কাণ্ডের পর থেকেই প্রচারের আলোয় চলে আসে নিরাপদ সর্দারের কথা। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছিল পুলিশ। সংশ্লিষ্ট এলাকার মানুষকে প্রভাবিত করার অভিযোগ দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ১৭ দিন জেলবন্দী থাকার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে মুক্ত করা হয়। রাজ্য রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে পড়েন প্রাক্তন বাম বিধায়ক।

উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি এবং সিপিএমের রাজ্য কমিটির সদস্য আহমেদ আলি খান জানালেন, তাঁকেই প্রার্থী করা হবে এরকম কোনও বিষয় এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে তাঁর দাবি, অন্যান্য তৃণমূল এবং বিজেপি বিরোধী দলের সঙ্গে আলোচনা চলছে। সেই আলোচনা সর্বদিক থেকে ফলপ্রসূ হলে খুব শীঘ্রই প্রার্থী ঘোষণা করে দেওয়া হতে পারে।

CPIM : দশ জেলায় সিপিএমের মেগা সানডে
তবে, দীর্ঘ কয়েক বছর ধরে এই আসন থেকে প্রার্থী দিচ্ছে সিপিআই। তাঁদের কাউকে প্রার্থী না করে এবার সিপিএমের লোককেই প্রার্থী করা হোক এরকমটাই দলের মধ্যে দাবি তুলেছেন মহম্মদ সেলিমরা। অন্যদিকে, বসিরহাট আসনের দিকে তীক্ষ্ণ নজর রয়েছে আইএসএফরও। ISF-এর খুব প্রসিদ্ধ একজনকে এই কেন্দ্র থেকে প্রার্থী করার পক্ষপাতি তাঁরা। সেক্ষেত্রে এই আসনটি নিয়ে ISF এবং সিপিএমের মধ্যে দর কষাকষি চলছে। শেষ পর্যন্ত নওশাদ সিদ্দিকিদের সঙ্গে কী সমঝোতা হয়, সেই নিয়ে নিশ্চিত নন জেলার নেতারাও। তবে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সিপিএমের প্রার্থী তালিকা সামনে আসতে আর কয়েকদিনের অপেক্ষা বলেই খবর রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *