Kirti Azad : লাগাতার মাটি কামড়ে প্রচারের উদ্যোগ, দুর্গাপুরে ঠাঁই প্রস্তুত কীর্তি আজাদের – kirti azad will start campaigning from 20 march at bardhaman durgapur lok sabha constituency


ভোটের প্রচারের জন্য গোটা পরিবারকে নিয়ে দুর্গাপুরে আসছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এবং বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। আগামী ২০ মার্চ থেকেই পুরোদমে প্রচারে নামছেন তিনি। দুর্গাপুর এবং বর্ধমানে দুই জায়গাতেই তাঁর থাকার ব্যবস্থা করা হচ্ছে দলের তরফে।জেলা তৃণমূল সূত্রে খবর, আগামী ২০ মার্চ লোটা কম্বল নিয়ে দুর্গাপুরে প্রচারের উদ্দেশে চলে আসছেন তিনি। তাঁর সঙ্গে থাকবে তাঁর পরিবারও। এমনকি, নিজের রাঁধুনিকেও সঙ্গে করে নিয়ে আসবেন তিনি। তাঁর থাকার ব্যবস্থা করার জন্য একটি ভাড়া বাড়ি দেখা হচ্ছিল। তবে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের বিধায়কের আবাস তাঁর জন্য ছেড়ে দেওয়া হতে পারে। সেখান থেকে অফিসিয়াল কাজকর্ম করতে পারেন তিনি। অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস তাঁর জন্য একটি বাড়ির ব্যবস্থা করছেন বলেও জানা গিয়েছে।

‘ওয়াদে পে তেরে মারা গয়া, বন্দা সিধা সাধা’ বিজেপিকে কটাক্ষ কীর্তির

পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিধায়কদের জন্য একটি ঘর নির্ধারিত করা থাকে। আপাতত সেটি তাঁর কাজে লাগার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে প্রচার সহ সমস্ত রকম কর্মকাণ্ড সামলাবেন তিনি। এছাড়াও পশ্চিম বর্ধমান জেলার বিধায়কের তত্ত্বাবধানে একটি বাড়ির ব্যবস্থা করা হচ্ছে তাঁর থাকার জন্য।

আগামী ২০ মার্চ থেকেই প্রচার অভিযান নেমে পড়ছেন তিনি। ২০ মার্চ থেকেই লাগাতার প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। নিজের কেন্দ্রের একাধিক জায়গা মিটিং, মিছিলের ব্যাপারে প্রস্তুতি সেরে ফেলা হয়েছে তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্বের তরফে। সর্ব স্তরের মানুষের মধ্যে গিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তোলা এবং রাজ্যের একাধিক উন্নয়ন মূলক কাজের কথাই তুলে ধরা হবে মানুষের সামনে।

Agnimitra Paul : কীর্তি আজাদের গতি থামাতে বিজেপির ঘোড়া অগ্নিমিত্রা? জল্পনা নিয়ে মুখ খুললেন নেত্রী
যদিও, ইতিমধ্যেই একপ্রস্থ প্রচার সেরে ফেলেছেন ভারতীয় বিশ্বকাপ ক্রিকেট দলের সদস্য। দলীয় নেতৃত্বকে নিয়ে দুর্গাপুরের একাধিক গ্রামে গ্রামে ঘুরে এসেছেন কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে দুর্গাপুর পশ্চিম, গলসি বিধানসভা কেন্দ্রগুলোতে বাড়তি জোর দেওয়া হচ্ছে। গত বছর মাত্র ৩ হাজার ভোটের ব্যবধানে হারতে হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। এবার আসনটি পুনরুদ্ধার করা যাবে বলেই ধারণা জেলা নেতৃত্বের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *