সম্প্রতি প্রচার ময়দানে নেমে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল জমানার উন্নয়নের খতিয়ান প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘যখন এলাম সেই সময় দেখি অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, রাস্তা ঘাট অন্ধকার। এত কারখানা হয়েছে। সেক্ষেত্রে কী ভাবে বলেন এখানে কারখানা হয়নি, কারখানা হয়েছে আরও হবে।’
এদিকে, মঙ্গলবার চন্দননগর বরাইচন্ডী তলার মন্দিরে গিয়ে পুজো দেন রচনা। এদিন লকেট চট্টোপাধ্যায়কে সরাসরি তোপ দেগেছেন তিনি। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের একাধিক অভিযোগ রয়েছে, দাবি লকেটের। তিনি বলেন, ‘ও কিছু কাজ কি করেছে? কী কী কাজ করেছেন পাঁচ বছরে তা জানতে পারলে ভালো হয়। জনগণ জানতে পারেননি।’
বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নাম না করে রচনা বলেন, ‘হুগলি লোকসভায় কোনও কাজ হয়নি। সাধারণ মানুষ জানেনই না ১৭ কোটি টাকা তিনি কোথায় খরচ করেছেন।’ পাশাপাশি লকেটের সরাসরি তাঁকে আক্রমণ না করা সমর নীতির একটি অংশ বলেই মনে করছেন এই তারকা। তিনি বলেন, ‘যে যার মতো করে প্রচার করে থাকেন। সকলের পন্থা এক্ষেত্রে আলাদা হয়। তিনি হয়তো এভাবে প্রচার করছেন।’
উল্লেখ্য, টলিউডে সহকর্মী হওয়ার সুবাদে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়। লকেট দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে সক্রিয়। হুগলিতে ভোটে লড়াই করেছেন তিনি। অন্যদিকে, একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সুবাদে রচনা বাংলার ঘরে ঘরে ‘নিজের মেয়ে’ পরিচিতি তৈরি করেছেন। স্বাভাবিকভাবেই রাজনীতির ময়দানে তাঁদের হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বাংলা।