মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ আক্রমণ, দিলীপের পাশে নেই বিজেপি! Dilip Ghosh showcaused for his comment against CM Mamata Banerjee


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: মুখ্য়মন্ত্রীকে কেন ‘কুরুচিকর’ আক্রমণ? লোকসভা ভোটের মুখে এবার দিলীপ ঘোষকে ভর্ৎসনা করল বিজপির শীর্ষ নেতৃত্ব। কার্যত শোকজ করা হল তাঁকে। দিলীপের বক্তব্যের তীব্র নিন্দা করল দল।

ঘটনাটি ঠিক কী? লোকসভার নির্বাচনে এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নাম ঘোষণার পর প্রচারে নেমে পড়েছেন। এদিন দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানের চা-পে চর্চার মাধ্যমে জনসংযোগ করেন দিলীপ। এরপর সাংবাদিকের মুখোমুখি হয়ে আক্রমণ করেন মুখ্য়মন্ত্রীকে। বলেন, ‘গোয়ায় বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় বলেন ত্রিপুরার মেয়ে, আগে বাপ ঠিক করুন!  যার তার মেয়ে হওয়া ঠিক নয়’।

এদিকে চুপ করে বসে নেই তৃণমূল। দিলীপকে পাল্টা নিশানা করেছেন দলের মুখপাত্র কুণাল। আগামিকাল, বুধবার নির্বাচন কমিশন নালিশ জানাবে রাজ্য়ের শাসকদল। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, ‘বিজেপি যে মানসিকতায় বিশ্বাস করেন, দিলীপবাবু সেই মানসিকতার প্রতিফল ঘটিয়েছেন। তাঁর বক্তব্য়কে ধিক্কা জানানোর ভাষা নেই’। 

অরূপের আরও বক্তব্য, ‘মা দুর্গা ও ভগবান রামের তুলনা করতে গিয়ে বলেছেন, ভগবান রামের বাবার নাম আমরা জানি। মা দু্র্গার বাপের নাম আপনি জানেন? যিনি জগৎজননী মা দুর্গার বাপের নাম তুলে কুৎসিত মন্তব্য করেছেন, তিনি বাংলার মায়ের সম্পর্কে কুৎসিত মন্তব্য করবেন। এটাই স্বাভাবিক। ভোটের আগে নাটক, জানে যেহেতু নির্বাচন কমিশন নতুন বিধি জারি করেছেন। যেদিন নির্বাচন দিন ঘোষণা করেছেন, সেদিন অনেকগুলি কথা বলেছেন নির্বাচন কমিশনার। এখন দেখার সেই কথাগুলি কথার জন্য় ছিল নাকি বিজেপি বলে কথার জন্য থেকে যাবে। আর বিরোধীদের জন্য ব্যবহৃত হবে’।

সবিস্তারে আসছে…..



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *