Kolkata Police : সরকারি বিজ্ঞাপন সরানো নিয়ে উত্তেজনা! পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ, ঢাকুরিয়ায় গ্রেফতার ৫ – lake police arrested five persons for mcc team allegedly assaulted at dhakuria


সরকারি ব্যানার, পোস্টার সরাতে গিয়ে নিগৃহীত হতে হল পুলিশকে। স্থানীয় বিজেপি কর্মী, সমর্থকদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে, পুলিশ বিজেপি কর্মীদের হেনস্থা করেছে বলে প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শনিবার সকালে ঢাকুরিয়ার মহারাজা টেগোর রোডে কিছু ব্যানার, পোস্টার সরাতে গিয়েছিল পুলিশ। আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ার কারণে ওই এলাকায় সরকারি বিজ্ঞাপনের ফেস্টুন, ব্যানার কাজ চলছিল। সেই সময় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে স্থানীয় কিছু ব্যক্তির বচসা বাধে। পুলিশের সঙ্গে তাঁদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়।

বিজেপির দাবি, পুলিশ গিয়ে ওই এলাকায় বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। স্থানীয় বিজেপি দফতরে ঢুকে কর্মীদের নিগৃহীত করা হয়েছে বলে দাবি বিজেপির। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ঢাকুরিয়ায় অবস্থিত দক্ষিণ কলকাতা বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে অনাধিকার প্রবেশ করে পুলিশ। সেখানে পুলিশ কর্মীরা তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে বিজেপির কার্যকর্তা স্নেহাশীষ দত্ত, জগবীর সিং এবং সমীর নাথ সহ অন্যান্যদের নিগ্রহ করেছে। ভোটের প্রচারের সময় পুলিশের এমন ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা করি।

অন্যদিকে, পুলিশের তরফে কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পূর্ব) পরে এক্সে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশে নির্বাচনী আচরণ বিধি (এমসিসি) রক্ষাকারী দল ব্যানার, পোস্টার সরাতে গিয়ে নিগৃহীত হয়েছে এবং হেনস্থার শিকার হয়েছে। লেক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর পাঁচ জনকে গ্রেফতারও করা হয়েছে।

Calcutta High Court News : আইন তিনি ভালো জানেন! লাইসেন্স কাড়লেন সার্জেন্ট
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই গোটা দেশ জুড়ে নির্বাচনী আচরণবিধি লাগু করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে অনুসারে সমস্ত যাওয়ায় হচ্ছে সরকারি বিজ্ঞাপনের ব্যানার, ফেস্টুন সরানোর কাজ চলছে। সেরকমই ঢাকুরিয়ায় সরকারি ব্যানার সরাতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশ আধিকারিকদের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের মধ্যে বিরোধ বাঁধে। ইতিমধ্যে এই ঘটনায় ১৪৭, ১৪৯, ৩৫৩, ৩৩২, ৪২৭, ৫০৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের তরফে। তবে গোটা ঘটনা নিয়ে উত্তেজনা রয়েছে এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *