Sheikh Shahjahan,ফের গ্রেফতার শেখ শাহজাহান, এবার ইডির হাতে – ed arrests sandeshkhali incident main accused sheikh shahjahan


আবারও গ্রেফতার শেখ শাহজাহান। এবার তাঁকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতের নির্দেশে আজ শনিবার বসিরহাট সংশোধনাগারে গিয়ে শেখ শাহজাহানকে দফায় দফায় জেরা করে তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন তিনি। এমনকী তদন্তে কোনওরকম সহযোগিতা শাহজাহান করছিলেন না বলেও অভিযোগ। এরপরেই শেখ শাহজাহানকে ইডি গ্রেফতার করে বলে জানা যাচ্ছে।রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে গিয়ে শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় ইডিকে। আহত হয় ৩ ইডি আধিকারিক। এমনকী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও সংবাদমাধ্যমের কর্মীদেরও রেয়াত করা হয়নি। সেই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যজুড়ে। ঘটনার প্রায় ২ মাসের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। প্রথমে ঘটনার তদন্তভার নেয় সিআইডি। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই-এর হাতে। ইডি আধিকারিকদের উপর হামলা সহ বেশ কয়েকটি ঘটনায় এফআইআর দায়ের করে তদন্তভার নেয় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

এদিকে শাহজাহানকে সংশোধনাগারে গিয়ে তারা জেরা করতে চায়, এই আবেদন নিয়ে বসিরহাট আদালতের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির আবেদনে অনুমতি দেয় আদালত। সেই অনুমতি সাপেক্ষে বসিরহাট সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। সূত্রের খবর, কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও অসহযোগিতা করছিলেন শেখ শাহজাহান। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, সোমবার শাহজাহানকে আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, এই নিয়ে গত ১ মাসে এই মামলার তদন্তে বেশকিছু পরিবর্তন এল। ২৯ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেফতার হন শাহজাহান। তারপর আদালতের নির্দেশে তাঁকে হেফাজতে নেয় সিবিআই । এবার ইডির হাতেও গ্রেফতার হতে হল সন্দেশখালির এই নেতাকে। গত ৫ জানুয়ারি ইডির ওপর হামলার পর এদিনই প্রথমবার ইডি আধিকারিকদের মুখোমুখি হলেন শাহজাহান।

এদিকে ইডির ওপর হামলা ও শেখ শাহজাহান ফেরার হয়ে যাওয়ায় কিছুদিন পর থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা সন্দেশখালি। শাহজাহান ও তাঁর সাঙ্গাপাঙ্গদের বিরুদ্ধে জোর করে জমি দখল, সেখানে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি, কাজ করিয়ে টাকা না দেওয়া, নির্যাতন সহ বিভিন্ন ধরনের অভিযোগ তোলেন এলাকার মানুষজন। তার মধ্যে মহিলাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাঁরা। যদিও শেখ শাহজাহানকে গ্রেফতারের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে সন্দেশখালির পরিস্থিতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *