Chaitra Navratri | Worshiping Maa Skandamata: কে এই মা স্কন্দমাতা? চৈত্র নবরাত্রি কোন দিন তাঁর পূজা করতে হয়?।Navratri 2024 Chaitra Navratri Chaitra Navratri 5th Day Worshiping Maa Skandamata


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শারদীয় নবরাত্রি ও চৈত্র নবরাত্রি — এই দুই নবরাত্রি নিয়ে সারা দেশে তৈরি হয় উৎসবের আবহ। মেতে ওঠেন ভক্তেরা। এ বছরের মতো শারদীয় নবরাত্রি চলে গিয়েছে। এবার পালা চৈত্র নবরাত্রির। এটি আমরা চিহ্নিত করি মা বাসন্তী ও মা অন্নপূর্ণার পুজো দিয়ে। এবার এসে গেল সেই চৈত্র নবরাত্রির লগ্ন। 

আরও পড়ুন: Japan: আগামী ২৫ বছরে লাফিয়ে বাড়বে নিঃসঙ্গ বয়স্ক মানুষের সংখ্যা! উদ্বিগ্ন গোটা দেশ…

এই চৈত্র নবরাত্রিতে মা দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। সেই রূপগুলি হল যথাক্রমে মা শৈলপুত্রী, মা ব্রহ্মচারিণী, মা চন্দ্রঘণ্টা, মা কুষ্মাণ্ডা, মা স্কন্দমাতা, মা কাত্যায়নী, মা কালরাত্রি, মা মহাগৌরী এবং মা সিদ্ধিদাত্রী। নয় দিনে মা দুর্গার এই নয়টি অবতারের পুজো করা বিধি এ সময়ে। চৈত্র নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। এবং আজ তার পঞ্চম দিন। আজ মা স্কন্দমাতাকে পুজো করা বিধি।

এ বছর নবরাত্রি শুরু হয়ে গিয়েছে গত ৯ এপ্রিল থেকে। চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। আজ, ১৩ এপ্রিল নবরাত্রির পঞ্চম দিন।

কেমন এই মা স্কন্দমাতা?

মা দুর্গার পঞ্চম অবতার। তাঁর চারটি হাত। নীচের দিকে ডান হাত দিয়ে তাঁর কোলেতে তাঁর ছেলে কার্তিকেয়কে জড়িয়ে রেখেছেন। তাঁর নীচের বাঁ হাতে পদ্ম। আরর তাঁর উপরের এক হাতে অভয়মুদ্রা, অন্য হাতে আর একটি পদ্ম।

কী ভাবে মা স্কন্দমাতার পুজো করতে হয়?

সকালে উঠে হলুদ কাপড় পরে মায়ের পুজো শুরু করতে হয়। তাঁকে লাল ফুল দিয়ে পুজো করা বিধি। সঙ্গে অক্ষত– চাল দিতে হয়, এছাড়া তো চন্দন ফল-ফুল, পান-লবঙ্গ-দারচিনি দিতে হয়। সঙ্গে ধূপ ও দীপ। আরতি করতে হয়, সঙ্গে শঙ্খধ্বনি।

কী পুণ্য লাভ হয় মা স্কন্দমাতার পুজো করলে?

আরও পড়ুন: Chaitra Navratri: চৈত্র নবরাত্রির উপবাসবিধি জানেন? কেন এ সময়ে পিঁয়াজ-রসুন একেবারেই চলে না?

পুজোয় মাকে সন্তুষ্ট করলে তিনি ভক্তের সব বাধা দূর করে দেন। ভক্তের সমস্ত চেষ্টাকে ফলপ্রসূ করেন। এবং তাঁর সর্বাঙ্গীন উন্নতিবিধান করেন, তাঁর পরবর্তী প্রজন্মকে, তাঁর সন্তানকেও আশীর্বাদে ভরিয়ে দেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *