Kolkata Fire Incident : সাতসকালে গার্ডেনরিচে রেলের হাসপাতালে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগীরা – fire incident at garden reach bnr hospital creates panic among the patients


সাত সকালে গার্ডেনরিচে বিএনআর হাসপাতালে অগ্নিকাণ্ড। হাসপাতালে আগুনের জেরে আতঙ্ক ছড়াল রোগীদের মধ্যে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়েছে বলে জানতে পারা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে।জানা যাচ্ছে, কলকাতা গার্ডেনরিচের বিএনআর রেলের হাসপাতালে তিন তলায় একটি বিভাগে আগুন লেগে যায়। আগুন লাগল কী ভাবে সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি দমকল। হাসপাতালের কর্মীরাই প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। খবর দেওয়া হয় RPF জওয়ানদের। তাঁরা রোগীদের উদ্ধারের কাজে হাত লাগান।

যে তলায় আগুন লাগে, সেখান থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় দমকলেও। দমকলের পাঁচটি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে হাসপাতালের অপারেশন থিয়েটার বিভাগে বেশ কিছু যন্ত্রপাতি ও নথি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কী ভাবে আগুন লাগল খতিয়ে দেখছে দমকল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ সম্বন্ধে নিশ্চিত করে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে দমকল। আগুন লাগার বিষয়ে কর্তব্যরত আরপিএফ জওয়ান জানান, হাসপাতালের তিন তলায় আগুন লাগার খবর পেয়েই আমরা দ্রুত রোগীদের অন্যত্র সরিয়ে ফেলি। ওই তলায় প্রায় দশ থেকে পনেরো জন রোগী ছিলেন। আরপিএফ জওয়ানরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন।

Fire In Kolkata : নববর্ষ-সন্ধ্যায় চিনার পার্কে বিধ্বংসী আগুন রেস্তোরাঁয়
প্রসঙ্গত, গার্ডেনরিচে দক্ষিণ-পূর্ব রেলের এই হাসপাতাল, যা বিএনআর হাসপাতাল নামে অতি পরিচিত। প্রতিদিন প্রচুর রোগী আসেন এই হাসপাতালে চিকিৎসা করানোর জন্য। সাত সকালে হাসপাতালে তিন তলায় এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও রোগীর ক্ষতি হয়নি। তাঁরা সকলে নিরাপদে আছেন। তবে হাসপাতালের চক্ষু অপারেশন বিভাগ্যের বেশ কিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। সেই মেশিন নতুন করে এনে হাসপাতালের কাজ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *