Ram Navami,রামনবমীতে কলকাতায় একগুচ্ছ মিছিল, ট্রাফিকের হালহকিকত কেমন? – kolkata traffic situation latest updates on ram navami 2024


আজ রামনবমী, আর সেই উপলক্ষে এদিন বিভিন্ন এলাকায় বের হবে মিছিল। বাদ যাবে না শহর কলকাতাও। মনে রাখতে হবে, রাজ্যের প্রধান শহর কলকাতা তাই খুব স্বাভাবিকভাবেই সারা বছরই মহানগরী থাকে জমজমাট। কলকাতার বাসিন্দারা ছাড়াও প্রতিদিনই বহু পার্শ্ববর্তী জেলার মানুষ নানা প্রয়োজনে যাতায়াত করেন তিলোত্তমা মহানগরীতে। কারণ কলকাতার পার্শ্ববর্তী দুই ২৪ পরগনা, নদিয়া বা গঙ্গার অপর পাড়ে অবস্থিত হাওড়া, হুগলির মতো জেলাগুলি থেকেও বহু মানুষ কর্মসূত্রে প্রতিদিনই আসেন কলকাতায়। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা, দেশের নানা রাজ্য, এমনকী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আসেন এই শহরের বুকে। কেউ আসেন পড়াশোনার কাজে, কেউ চিকিৎসার কারণে, তো কেউ আবার অন্য কোনও প্রয়োজনে। এককথায় বলতে গেলে গোটা বছর ধরেই জনসমাগম থাকে কলকাতার বুকে।এদিকে এখন আবারা ভোটের মরশুম। সারা দেশে বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। খুব স্বাভাবিকভাবেই নির্বাচন এই রাজ্যেও। বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতাতেও চলছে মিটিং মিছিল সমাবেশ। প্রচারে নেমে পড়েছেন সমস্ত দলের প্রার্থীরা। এছাড়াও সারাবছরই কলকাতার বুকে মিটিং মিছিল সভা সমাবেশ লেগেই থাকে। কখনও কোনও রাজনৈতিক দল, তো কখনও কোনও অন্য সংগঠন, বিভিন্ন ইস্যুতে মিটিং মিছিল আয়োজন করে।

ব্যস্ত কলকাতার বুকে মিটিং মিছিল মানেই যানজটের আশঙ্কা। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় দিনের ব্যস্ত সময়ে আয়োজিত হয়েছে এই ধরনের কর্মসূচি। অফিস টাইমে এই ধরনের কর্মসূচির ফলে খুব স্বাভাবিকভাবেই শ্লথ হয়ে যায় যানবাহনের গতি। ফলে গন্তব্যে পৌঁছতে দেরি হয় মানুষের। এই পরিস্থিতিতে শহরের যান চলাচল যাতে মসৃণ থাকে সেই জন্য সদা তৎপর থাকে কলকাতা ট্রাফিক পুলিশ।

রামনবমীতে কেমন থাকবে কলকাতার ট্রাফিক?

এদিকে আজ রামনবমী উপলক্ষে কলকাতার রাস্তায় বেশকিছু মিছিল বের হওয়ার কথা রয়েছ। তাই যান চলাচল যাতে স্বাভাবিক থাকে সেই জন্য আরও তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ। এই বিষয়ে লালবাজার ট্রাফিক কন্ট্রেল জানাচ্ছে, এখনও পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিক রয়েছে, কোথাও কেনও বড় যানজটের খবর নেই, বা এই মুহূর্তে কোথাও কোনও মিটিং মিছিলও নেই। তবে আজ যেহেতু রামনবমী, তাই সেই উপলক্ষে বিভিন্ন সময় কলকাতার বিভিন্ন জায়গা থেকে মিছিল বের হবে। সেক্ষেত্রে যান চলাচল যাতে স্বাভাবিক থাকে, তার জন্য ট্রাফিক বিভাগের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা রাখা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *