কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আবহাওয়াবিদদের আশঙ্কা, শহর কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বরং এদিন গরম আরও বাড়তে পারে।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ২৫ শতাংশ।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে একই পরিস্থিতি থাকবে বলে আবহবিদদের আশঙ্কা। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়। আগামী তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রবিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লু এর পরিস্থিতি তৈরি হবে। তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে।
দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে শুক্রবার থেকে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , পুরুলিয়া, বাঁকুড়া , পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এই আট জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইবে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা রয়েছে? আলিপুর আবহাওয়া দফতর এই প্রসঙ্গে আশার কথা শোনাতে পারছে না। হাওয়া অফিস সূত্রে খবর, এখনই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি নেই।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আগামী তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উপরের দিকের ৫ জেলায় বৃষ্টিপাত হতে পারে। নীচের দিকে তিন জেলায় গরম এবং অস্বস্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মালদাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা।
পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই হতে পারে বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। উল্লেখযোগ্যভাবে আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে প্রথম দফার ভোট।