কিছুটা দৌড়ে গিয়ে অন্যান্য গাড়ি গুলিকে জায়গা দেওয়ার জন্য উদ্ধত হন। জাতীয় সড়কের উপর সারি দিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের ফাঁক দিয়ে কী ভাবে অ্যাম্বুল্যান্সটিকে জায়গা করে দেওয়া যায় নিজেই সেই চেষ্টা করতে থাকেন সুজাতা। এমনকি, অ্যাম্বুল্যান্সটির ড্রাইভারকেও প্রয়োজনীয় নির্দেশ দিতে থাকেন তিনি।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল বিষ্ণুপুর লোকসভার অন্তর্ভুক্ত খণ্ডঘোষ বিধানসভার গলসীতে প্রচারে যাচ্ছিলেন। সেই সময় জাতীয় সড়কের উপর ট্রাফিক জ্যামে পড়ে ওই অ্যাম্বুল্যান্স। সুজাতা দেবীর গাড়ি অ্যাম্বুল্যান্সের পিছনে ছিল। গাড়ি থেকে নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, বর্ধমানের গলসী এলাকায় জাতীয় সড়কের সম্প্রসারণের কাজের জন্য জাতীয় সড়কের উপর দাড়িয়ে পড়ে বহু যানবাহন। অ্যাম্বুল্যান্সটিকে এগিয়ে দেওয়ার পর তিনি তার গাড়িতে করে গন্তব্যে পৌঁছন।
কিছুদিন আগেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওন্দাতে দোল উৎসবে যোগদান করতে দেখা যায় তাঁকে। হরিনাম সংকীর্তনের আসরে গিয়ে কীর্তনের নাচে পা মেলাতেও দেখা যায় তাঁকে। এমনকি, খোল বাজিয়ে সকলকে তাক লাগিয়ে দেন তিনি। প্রচারের সময় নানা ভূমিকায় দেখা গিয়েছে সুজাতা মণ্ডলকে। নাম ঘোষণার পরেই প্রচারের মাঝে এদিন স্থানীয় একটি সেলুনে গিয়ে জনসংযোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। দুদিন বাদেই তাঁর বিরোধী প্রার্থী বিজেপির সৌমিত্র খাঁকেও দেখা যায় সেলুনে যেতে। তৃণমূলের তরফে কটাক্ষ করা হয়, সুজাতা মণ্ডলের প্রচার কার্য অনুসরণ করছেন সৌমিত্র। তবে, এদিন রাস্তায় বেরিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করার ভূমিকাতেও দেখা গেল সুজাতা মণ্ডলকে।