একুশের বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা হয়েছিল বাম-কংগ্রেস এবং ISF-এর। কিন্তু, সেভাবে হালে পানি পায়নি তারা। মাত্র একটি আসন থেকে জয়ী হয়েছিল ISF। লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস ‘হাত মেলালেও’ আলাদাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ISF। ইতিমধ্যেই বাম কংগ্রেস আসন সমঝোতা হয়ে গিয়েছে। বাংলায় ৪২টি লোকসভা আসনের মধ্যে কতগুলি পাবে বাম-কংগ্রেস জোট? রবিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে পাশে বসিয়ে এই নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।কতগুলো আসন পাবে বাম-কংগ্রেস? এই প্রশ্নের জবাবে অধীর চৌধুরী বলেন, ‘বাংলায় একটা বুথও তৃণমূল দখল করতে পারবে না। সাংবাদিকরা অনেকেই প্রশ্ন করছেন, আমরা কতগুলো আসন পেতে চলেছি। আমি বলছি, যতগুলো বেশি সিট পাওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই লড়ব। আমরা নরেন্দ্র মোদী বা দিদির মতো ভয় দেখানোর রাজনীতিতে বিশ্বাসী নই। মানুষের ভালোবাসাকে অবলম্বন করে রাজনীতি করি। যত বেশি সংখ্য আসন পাওয়া যায় ততগুলিই পাব। যে সমস্ত দল চোর , পুলিশ, ED, CBI ইত্যাদির উপর নির্ভর করে লড়ছে এই সমস্ত সংখ্যা নিয়ে তারা বলতে পারবে।’
পাশাপাশি বহপমপুরে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী শোনায় অধীর চৌধুরীকে। তিনি বলেন, ‘যদি বহরমপুরে হেরে যাই তাহলে রাজনীতি ছেড়ে দেব। অন্যদিকে, এদিন আসন সমঝোতা নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করতে শোনা যায় বিমান বসুকে। তিনি বলেন, ‘বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীদের যাতে জয়ী করা যায় সেই জন্য আবেদন করা হয়েছে। এই রাজ্যে আমাদের মধ্যে আসন সমঝোতা করা হয়েছে। অন্যান্য রাজ্যে অবশ্য সমীকরণ আলাদা। সেই রাজ্যগুলির সঙ্গে বাংলাকে এখানে মেলালে চলবে না।’
পাশাপাশি বহপমপুরে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী শোনায় অধীর চৌধুরীকে। তিনি বলেন, ‘যদি বহরমপুরে হেরে যাই তাহলে রাজনীতি ছেড়ে দেব। অন্যদিকে, এদিন আসন সমঝোতা নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করতে শোনা যায় বিমান বসুকে। তিনি বলেন, ‘বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীদের যাতে জয়ী করা যায় সেই জন্য আবেদন করা হয়েছে। এই রাজ্যে আমাদের মধ্যে আসন সমঝোতা করা হয়েছে। অন্যান্য রাজ্যে অবশ্য সমীকরণ আলাদা। সেই রাজ্যগুলির সঙ্গে বাংলাকে এখানে মেলালে চলবে না।’
এদিকে বাংলায় ৪২টি আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না অধীর চৌধুরী। তিনি বলেন, ‘তৃণমূল এবং BJP-র আঁতাত হয়ে এই বাংলায় যদি আগামীতে জোট সরকার হয় সেক্ষেত্রে অবাক হব না।’
তিনি আরও বলেন, ‘এদিক-ওদিক কথা বলে কোনও লাভ নেই। দিদি কেন ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন বলুন?’ তিনি আরও বলেন, ‘এই আসন সমঝোতা নির্বাচনী যে জোট তা যদি আমরা ভালো ফলাফল করতে পারে সেক্ষেত্রে তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল।’