Weather Forecast : কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি, কলকাতা, হাওড়া সহ ভিজবে দক্ষিণবঙ্গের ৮ জেলা – west bengal rainfall forecast kolkata and other few districts of south bengal may witness rain on 22 and 23 april


গরমে রীতিমতো হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জ্বালাচ্ছে, পোড়াচ্ছে। কিন্তু, সপ্তাহের প্রথম দিনেই কিছুটা স্বস্তি দেওয়ার মেজাজে রয়েছে আবহাওয়া। কলকাতা সহ একাধিক জেলায় এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সোমবার শহর কলকাতাতেও স্বস্তির বৃষ্টি! ভারী নয়, ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে সোম এবং মঙ্গলবার। ফলে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ২৮ শতাংশ।

১৯৮০ সালে এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। ২০২৩ সালের এপ্রিল মাসে ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল কলকাতার তাপমাত্রার পারদ। ২০১৪ এবং ২০১৬ সালেও বেশি কয়েকদিন ৪১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছিল কলকাতা শহরের তাপমাত্রা। তবে এবার প্রথম একটানা এতদিন কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আজ কোথায় কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা?

সোম এবং মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়, রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া। বুধবার থেকে ফের একবার তাপপ্রবাহ বাড়বে। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ বা চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে একাধিক জেলায়। এই জেলাগুলি হল- ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান।

সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায়। তবে এই বৃষ্টি তাপপ্রবাহের উপর কোনও প্রভাব ফেলতে পারবে না বলেই মনে করছেন আবহবিদরা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী দুই দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুই জেলা হল দার্জিলিং এবং কালিম্পং। মঙ্গলবার সামান্য বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ভিজতে পারে। বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বেশ কিছু জেলায়। এই জেলাগুলি হল মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *