প্রসঙ্গত, এই ধরনের ঘটনায় ২০১২ সালে পুলিশের পদক্ষেপ রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মুখ্যমন্ত্রীর কার্টুন সম্বলিত একটি ইমেল ফরোয়ার্ড করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনায় বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ব্যাপক বিতর্ক দাঁনা বাঁধে। কয়েক বছর ধরে, শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতা সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে কনটেন্ট পোস্ট করার জন্য সারা দেশে অেকেই আইনি পদক্ষেপের মুখোমুখি হয়েছিলেন।
প্রসঙ্গত, সারা দেশে চলছে লোকসভা নির্বাচন। ভোট চলছে বাংলাতেও। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে চলছে কড়া টক্কর। তারই মাঝে প্রকাশ্যে আসে এই ধরনে মিম। আর সেই কনটেন্টের বিরুদ্ধে এই এবার তৎপর পুলিশ।
এদিকে এদিন চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। নির্বাচন চলছে মালাদ উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। সকালে নির্দিষ্ট সময়েই শুরু হয়েছে ভোটগ্রহণ। সকালের দিকে কয়েকটি বুথ থেকে অবশ্য ইভিএম বিকেলের খবর পাওয়া যায়। কোনও কোনও জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবরও উঠে আসতে থাকে। মুর্শিদাবাবদে একাধিক জায়গায় উঠেছে বোমাবাজির অভিযোগ। অন্যদিকে আবার এদিন এক ভুয়ো ভোটারকে ধরে বুথ থেকে বের করে পুলিশের হাতে তুলে দেন মুর্শিদাবাদ কেন্দ্রের বাম প্রার্থী মহম্মদ সেলিম। ঘটনাটি ঘটেছে লোচনপুর পঞ্চায়েতের নওদাপাড়া ৬৩ নম্বর বুথে। ধৃতের নাম আজিমুদ্দন শেখ। তিনি নির্দল প্রার্থীর বুথ এজেন্ট পরিচয় দিয়ে বুথে ঢুকেছিলেন।