Fire Incident,টোটোর ব্যাটারিতে বিস্ফোরণ, জাতীয় সড়কে ৩ যানে ভয়াবহ অগ্নিকাণ্ড – fire in 3 vehicle on highway at nadia shantipur


সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই আস্ত একটি লড়ি। আগুনে ভস্মীভূত একটি পিক-আপ ভ্যান এবং একটি টোটোও। ঘটনায় গুরুতর আহত ১ জন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। বুধবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা ১২ নম্বর জাতীয় সড়কের উপর।টোটোর ব্যাটারির বিস্ফোরণের কারণেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল বেলায় হটাৎ করেই টোটোর ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে পাশে দাঁড়িয়ে থাকা লরিটিতে আগুন লেগে যায়। আর সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল একটি পিক-আপ ভ্যান। আগুন লেগে যায় সেটিতে। রাস্তার উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে পরপর তিনটি গাড়ি। ঘটনায় গুরুতর আহত হন টোটো চালক। আগুনে পুরে যায় শরীরের বেশ খানিকটা অংশ। এলাকাবাসীদের তৎপরতায় তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।

এদিকে পরপর ৩টি গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন শান্তিপুর থানার পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা। দমকলের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ঠিক কেন ও কী ভাবে টোটোর ব্যাটারিতে বিস্ফোরণ ঘটল, সলেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গতকালও একটি গাড়িতে অগ্নিকাণ্ড

প্রসঙ্গত, মঙ্গলবার উল্টোডাঙা উড়ালপুল থেকে লেকটাউন যাওয়ার পথে একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধোঁয়া দেখতে পেয়ে তড়িঘড়ি করে গাড়ি থেকে বেরিয়ে যান চালক। কয়েক মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা গাড়িটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এদিকে এই ঘটনার ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় উল্টোডাঙা উড়ালপুলে। তবে ঠিক কী কারণে আগুন লাগল গাড়িটিতে, তা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, গাড়ির মধ্যে শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড।

গত মাসে এমনই একটি ঘটনা ঘটে কলকাতার চাঁদনি চকে। ভরদুপুরে আচমকাই জ্বলে উঠল রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ি। তার পর সেখান থেকে পরপর আরও কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ল আগুন। তবে আগুনে কোনও গাড়ির চালক বা সওয়ারির ক্ষতি হয়নি বলেই জানা যায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েক জন চালক জানান, প্রথমে আগুন লাগে রাস্তার ধারে পার্কিং করে রাখা একটি চার চাকার গাড়িতে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন গাড়িগুলিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *