১২ মে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত সিনেমা ফাটাফাটি (Fatafati Cinema)। সেখানে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আবির চট্টোপাধ্যয় (Abir Chatterjee) ও ঋতিভরি চক্রবর্তী (Ritabhari Chakrabory)। সিনেমায় করা নিজের চরিত্র নিয়ে মুখ খুল অভিনেত্রী। বাড়তি ওজনের জন্যে স্ক্রিপ্ট হাতছাড়া হয়েছে কিনা সেই নিয়েও অকপট ঋতাভরি।