পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকলেই স্থানীয় বাসিন্দা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এখনও পর্যন্ত এই পাঁচ জনের পরিচয় সামনে আসেনি। ওই লরির গতি কত ছিল, চালক মদ্যপ ছিল কিনা সেই বিষযগুলি খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়দের কথায়, লরিটি অনেক গতিতে ধেয়ে আসছিল এবং তা ধাক্কা দেয় একটি টোটোতে। ওই টোটোতে বেশ কয়েকজন ছাত্রী ছিলেন। তাঁরা ছিটকে পড়ে রাস্তার উপরে। কিন্তু, অভিযোগ এরপরেও লরির গতি নিয়ন্ত্রণ করা যায়নি। পথচারিদের ধাক্কা দেয় লরিটি এবং মোটরসাইকেলকেও ধাক্কা মারে। ঘটনায় একাধিকজন আহত হন।
বিকট আওয়াজ পেয়ে এগিয়ে আসেন স্থানীয়রাই। তড়িঘড়ি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, এই ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। লরি চালক সুস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কত স্পিডে ওই সময় গাড়ি চলছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই পুলিশের তরফে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে সত্যটা জানার চেষ্টা করছে পুলিশ। শোকস্তব্ধ মৃতের পরিজনরা। লরি চালকের শাস্তির দাবি করছেন এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যরা।