Purulia Road Accident,পুরুলিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া লরির বলি ৫, আহত ১১ – purulia road accident 5 people died 11 injured


বেপোরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল পাঁচ জনের, আহত ১১। নিতুড়িয়া থানার অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ভামুরিয়া মোড়ের কাছে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে পুরুলিয়া থেকে বরাকরগামী একটি লরি প্রথমে যাত্রীবোঝাই একটি টোটোকে ধাক্কা দেয়। পরে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারিদেরও ধাক্কা মারে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাড়মাড্ডি গ্রামীণ হাসপাতাল নিয়ে যান। চিকিৎসক পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন এবং ১১ জন আহত। গুরুতর আহত দু’জনের র অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নিতুরিয়া থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করে। দুর্ঘটনার পর পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ বরাকর রাজ্য সড়কের উপর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ অবরোধ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। এলাকায় থমথমে পরিবেশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকলেই স্থানীয় বাসিন্দা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এখনও পর্যন্ত এই পাঁচ জনের পরিচয় সামনে আসেনি। ওই লরির গতি কত ছিল, চালক মদ্যপ ছিল কিনা সেই বিষযগুলি খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়দের কথায়, লরিটি অনেক গতিতে ধেয়ে আসছিল এবং তা ধাক্কা দেয় একটি টোটোতে। ওই টোটোতে বেশ কয়েকজন ছাত্রী ছিলেন। তাঁরা ছিটকে পড়ে রাস্তার উপরে। কিন্তু, অভিযোগ এরপরেও লরির গতি নিয়ন্ত্রণ করা যায়নি। পথচারিদের ধাক্কা দেয় লরিটি এবং মোটরসাইকেলকেও ধাক্কা মারে। ঘটনায় একাধিকজন আহত হন।

বিকট আওয়াজ পেয়ে এগিয়ে আসেন স্থানীয়রাই। তড়িঘড়ি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, এই ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। লরি চালক সুস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কত স্পিডে ওই সময় গাড়ি চলছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Road Accident : দিল্লি রোডে বেপরোয়া ট্রাক পিষে দিল টোটো, মৃত ৩

প্রসঙ্গত, ইতিমধ্যেই পুলিশের তরফে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে সত্যটা জানার চেষ্টা করছে পুলিশ। শোকস্তব্ধ মৃতের পরিজনরা। লরি চালকের শাস্তির দাবি করছেন এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *