অভিনেত্রী কাজল (Kajol) ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করতে চলেছেন। দ্যা ট্রায়াল (The Trial) ওয়েবসিরিজে কাজলের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। অজয় দেবগন প্রযোজিত এই ওয়েবসিরিজের ট্রেলার ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে। এই সিরিজের শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা জানালেন যিশু-কাজল। ১৪ জুন মুক্তি পেয়েছে এই সিরিজ। যিশুকে কী বলে সম্বোধন কাজলের? শুনে হাসি আর থামে না। দেখুন সেই জমজমাট আড্ডার ভিডিয়ো।