Sharmila Sarkar : চেনা ময়দানে গোলের চেষ্টায় ‘সাধারণ মেয়ে’ – lok sabha election 2024 burdwan east trinamool candidate for sharmila sarkar


কলকাতার নামী মনোরোগ বিশেষজ্ঞ এবং অধ্যাপক শর্মিলা সরকার যে এমন ভাবে সরাসরি ভোটের লড়াইতে নেমে পড়বেন সে কথা হয়তো দু’বছর আগেও অনেকে ভাবতে পারতেন না। কিন্তু প্রার্থী নিজে জানাচ্ছেন, রাজনাতির প্রতি তাঁর একটা আকর্ষণ বরাবরই ছিল। তাঁর দিদি পঞ্চায়েতের সদস্যও ছিলেন।এমন অবস্থায় তৃণমূলের সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ আসার পর সেটা আর ফেরানো সম্ভব ছিল না তাঁর পক্ষে। সে চেষ্টাও করেননি তিনি।
জন্মসূত্রে কাটোয়ার অগ্রদ্বীপের মেয়ে শর্মিলা কাটোয়া কলেজে ভর্তিও হয়েছিলেন। কিন্তু তার পরেই ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে কলকাতায় চলে আসেন। সেই সুবাদেই ভোটের প্রচারে বেরিয়ে নিজেকে ‘আমি আপনাদেরই মেয়ে’ বলে পরিচয় দেন স্বচ্ছন্দেই।

রাজনীতির দুনিয়ায় এই প্রথম ময়দানে নেমে লড়াই শুরু করেছেন। প্রথম যুদ্ধের শুরুতেই ধাক্কা খেতে হয়েছে অন্য দুই বিরোধী সেনাপতির সন্দেশখালি এবং শিক্ষা বিষয়ক দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণে। তবে বর্ধমান পূর্ব কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের অত্যন্ত ভালো ফলাফল প্রার্থীকে মানসিক ভাবে অনেকটাই এগিয়ে রেখেছে।

বিরোধী-প্রচারের মূল হাতিয়ার সন্দেশখালি এবং শিক্ষা দুর্নীতি মামলা গত কয়েক দিনে সুপ্রিম কোর্টে কিছুটা হতাশই করেছে বিরোধীদের। আর তাতেই চেগে উঠেছে বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল সংগঠন।

শ্রমিলা সরকারের প্রচারসঙ্গীরা মনে করছেন, আগের নির্বাচনে একদা লাল দুর্গ হিসেবে পরিচিত রায়না দু’হাতে আশীর্বাদ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। এবারও যদি সেই প্রবণতা বজায় থাকে তাহলে শর্মিলার জয় সময়ের অপেক্ষা মাত্র। তবে প্রার্থী শুধুই তাঁর দলের ইলেকশন মেশিনারির ভরসায় বসে রয়েছেন এমনটা ভাবলে অন্যায় হবে। প্রচারে বেরিয়ে তিনি যেখানেই সুযোগ পাচ্ছেন, সেখানেই নিজের দক্ষতার জায়গা অর্থাৎ চিকিৎসাবিদ্যাকে কাজে লাগাতে দ্বিধা করছেন না তিনি।

Trinamool Congress : প্রচারে অসুস্থকে চিকিৎসা শর্মিলার, প্রশংসা অসীমের

একাধিক বার এলাকার মানুষজনের চিকিৎসা করেছেন প্রচার করতে করতেই। অত্যন্ত সাধারণ পারিবারিক অবস্থা থেকে উঠে এসে কলকাতায় নিজেকে প্রতিষ্ঠা করার পরেও শর্মিলা সরকার নিজের ‘সাধারণ মেয়ে’ ইমেজটা খুব ভালো ভাবেই ধরে রাখতে পেরেছেন।

এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মানুষের মন পড়তে পটু শর্মিলা ক্ষুব্ধ কর্মীদের মন কতটা ভালো করে পড়তে পারলেন আর কতটাই বা তাপ উপশম করতে পারলেন, তার ওপরেই অনেকটা নির্ভর করছে ভোটের ময়দানে তাঁর সাফল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *