এই মুহূর্তের বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya Interview)। প্রথমে ছোট পর্দায় রাজ করেছেন কেরিয়ারের শুরুর দিকে, তারপর এখন বড় পর্দাতেও সমান তালে ঝলক দেখাচ্ছেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি এক আলাদা ভালোবাসা বহিল তাঁর। অনেক ছোট বয়স থেকেই তিনি নাচ সেখান। তাঁর নাচের স্কুল বহুদিন বন্ধ থাকলেও আবারও নতুনভাবে তিনি তা ওপেন করলেন। তারই শুভারম্ভ ছিল আজ। আর সেখানেই আমরা এই সময় ডিজিটাল হাজির ছিলাম। অভিনেত্রী অপরাজিতা কী কী জানালেন এই বিষয়ে? জানুন ভিডিয়োতে।