১২ নভেম্বর দিওয়ালিতে মুক্তি পেল টাইগার ৩ সিনেমা। পাঠানের স্পাই ইউনিভার্সের পার্ট এই সিনেমা। এই সিনেমার ট্রেলার বাম্পার রেসপন্স পেয়েছিল সমাজ মাধ্যম জুড়ে। সলমান খানের সিনেমা আর ফার্স্ট ডে ফার্স্ট শো-তে তাঁর ভক্তদের উন্মাদনা থাকবে না? তা আবার হয় নাকি। কলকাতার একটি সিনেমা হলের সামনে ভাইজানের ভক্তদের উন্মাদনা দেখা গেল। ভাইজান সলমানের ভক্তদের উন্মাদনা তুঙ্গে (Salman Khan Tiger 3 Cinema)। ছবি মুক্তির আগেই কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সকাল থেকেই হলের সামনে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। বিনোদন দুনিয়ার সমস্ত ভিডিয়ো সবার আগে পেতে আপনাদের নজর থাকুক এই সময়দ ডিজিটালে। Watch entertainment video.