বক্স অফিসে ঝড় তুলেছিল সানি দেওলের গদর ২। ভারতীয় বক্স অফিসে দাপট দেখিয়েছিল এই সিনেমা। কার্যত ইতিহাস তৈরি করেছিল এই সিনেমা। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় ধামাকাদার কামব্যাক করেছেন সানি দেওল। এরপর থেকেই গুঞ্জন শোনা যায় গদর ৩ আসতে পারে (Sunny Deol on Gadar 3)। অফিসিয়াল না হলেও একই পরিচালক গদর ৩ নিয়ে পারে সামনের বছর, এমনই গুঞ্জন রয়েছে বলি পাড়ায় (Chunki Panday House Party)। এরই মাঝে একটি পার্টিতে এসে হাজির হয়ে গদর ৩ কবে আসবে এমন প্রশ্নের সম্মুখীন হন সানি দেওল। সেই প্রশ্ন শুনেই তিনি মজার ছলে বলেন যে, কালকেই আসবে গদর ৩। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The bengali video.